Wednesday, December 31, 2014

আবিষ্কার করা হলো নতুন প্রযুক্তির সোলার প্যানেল

আসসালামু আলাইকুম।কেমন আছেন বন্ধুরা সবাই।আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালই আছি। অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা একটি নতুন ধরনের সোলার প্যানাল আবিষ্কার করেছে যেটি প্রায় সর্বচ্চ ৪০% পর্যন্ত বিদ্যুৎ বেশি উৎপাদন করতে পারবে কোন সাধারণ অন্য যেকোনো সোলার প্যানাল থেকে।

এটি এখন পর্যন্ত আবিষ্কৃত সবথেকে আধুনিক সোলার প্যানাল। অন্যান্য সাধারণ সোলার প্যানালের মতো এটিও সূর্যের আলোর থেকে সরাসরি বিদ্যুৎ উৎপাদন করবে। পুরনো প্রযুক্তি সোলার প্যানেলের কিছু সমস্যা ছিল যেমন, এর সাথে যে ব্যাটারি ব্যাবহার করা হতো সেটি চার্জ হতে অনেক সময় ব্যয় করতো। আরেকটি সমস্যা হল এটি অপর্যাপ্ত বা কম সূর্যের আলোতে ঠিক মতো কাজ করতে পারত না।অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা এই বিষয় গুলো মাথায় রেখে কাজ করার চেষ্টা করেছে এবং যথেষ্ট সফলতাও পেয়েছে। নতুন প্রযুক্তির প্যানেল সাধারণ সোলার প্যানেলের মতো আপনার বাসার ছাদে বা ফাকা যায়গাতে স্থাপন করতে পারবেন। বৈদ্যুতিক চার্জ ধরে রাখার জন্য সাথে আছে নতুন প্রযুক্তি ব্যাটারি। আরেকটি আকর্ষণীয় সুবিধা হল এই প্যানেলের স্থাপনের খরচ আগের গুলোর থেকে তুলনা মূলক কম।সব পরিক্ষা নিরীক্ষা শেষ করার পরে আগামী বছরের মাঝামাঝি সময়ে এটি বাজারে আসতে পারে। এমনটিই জানিয়েছে বিজ্ঞানীরা।
ধন্যবাদ সবাইকে।

Unknown

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

0 comments:

Post a Comment

0
আসসালামু আলাইকুম।কেমন আছেন বন্ধুরা সবাই।আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালই আছি। অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা একটি নতুন ধরনের সোলার প্যানাল আবিষ্কার করেছে যেটি প্রায় সর্বচ্চ ৪০% পর্যন্ত বিদ্যুৎ বেশি উৎপাদন করতে পারবে কোন সাধারণ অন্য যেকোনো সোলার প্যানাল থেকে।

এটি এখন পর্যন্ত আবিষ্কৃত সবথেকে আধুনিক সোলার প্যানাল। অন্যান্য সাধারণ সোলার প্যানালের মতো এটিও সূর্যের আলোর থেকে সরাসরি বিদ্যুৎ উৎপাদন করবে। পুরনো প্রযুক্তি সোলার প্যানেলের কিছু সমস্যা ছিল যেমন, এর সাথে যে ব্যাটারি ব্যাবহার করা হতো সেটি চার্জ হতে অনেক সময় ব্যয় করতো। আরেকটি সমস্যা হল এটি অপর্যাপ্ত বা কম সূর্যের আলোতে ঠিক মতো কাজ করতে পারত না।অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা এই বিষয় গুলো মাথায় রেখে কাজ করার চেষ্টা করেছে এবং যথেষ্ট সফলতাও পেয়েছে। নতুন প্রযুক্তির প্যানেল সাধারণ সোলার প্যানেলের মতো আপনার বাসার ছাদে বা ফাকা যায়গাতে স্থাপন করতে পারবেন। বৈদ্যুতিক চার্জ ধরে রাখার জন্য সাথে আছে নতুন প্রযুক্তি ব্যাটারি। আরেকটি আকর্ষণীয় সুবিধা হল এই প্যানেলের স্থাপনের খরচ আগের গুলোর থেকে তুলনা মূলক কম।সব পরিক্ষা নিরীক্ষা শেষ করার পরে আগামী বছরের মাঝামাঝি সময়ে এটি বাজারে আসতে পারে। এমনটিই জানিয়েছে বিজ্ঞানীরা।
ধন্যবাদ সবাইকে।

Post a Comment

Dear readers, after reading the Content please ask for advice and to provide constructive feedback Please Write Relevant Comment with Polite Language.Your comments inspired me to continue blogging. Your opinion much more valuable to me. Thank you.

 
biz.