Sunday, September 15, 2013

আপনার ব্লগস্পট ব্লগে বাংলা ফেজবুক লাইক বক্স যুক্ত করে নিন খুব সহজেই (ব্লগস্পট ব্লগের সৌন্দর্যবর্ধন)

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই। ভাল আছেন নিশ্চই। ভাল থাকুন ভাল থাকাই ভাল। আমরা অনেকেই সখের বিষয়ে অথবা অর্থ উপার্জনের জন্য ব্লগ বানিয়ে থাকি আর ঐ ব্লগটি যদি দেখতে সুন্দর না  হয়। ভিজিটরের কাছে যদি দেখতে ভাল না লাগে ,তাহলে কিন্তু ভিজিটর ব্লগটি একবার দেখেই আর দেখতে চাইবে না। যদিও ভিজিটরের বিষয় টি আসলে ভাল কিছু পোষ্ট এর উপর নির্ভর করে । তবুও ব্লগটা দেখতে যদি ভাল না
লাগে তার উপর ওঁ কিছুটা নির্ভর করে। যাই হোক আসলে কোন ব্লগ সাইটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে সামাজিক সাইটগুলো আপনাকে অনেকটা সাহাজ্য করে তার মধ্যে  ফেজবুক অন্যতম।তাই আজ আমি আপনাদের দেখাব কিভাবে আপনি আপনার ব্লগে এই সুন্দর বাংলা লাইক বক্স টি লাগাবেন আমি মনে করি বাংলাতে কোন সাইটের জন্য বাংলা প্লাগিন ই ভাল...জাই হোক তাহলে দেখে নিন


প্রথমে আপনার ব্লগার ব্লগে আপনার user name এবং password দিয়ে লগিন করুন
তারপর আপনার ড্যাশবোর্ড থেকে  Layout এ যান 


তারপর add a gad get  তে ক্লিক করুন

তারপর HTML/Java script তে ক্লিক্ক করুন

নিচের মত একটি বক্স আসবে বক্সে title এর জায়গায় আপনার টাইটেল দিন
এবার content  লিখা ফাকা ঘরে নিচের কোডগুলো  copy করে paste করুন


<iframe src="//www.facebook.com/plugins/likebox.php?locale=bn_IN&href=http%3A%2F%2Fwww.facebook.com/genareltrickstips&amp;width=236&amp;height=258&amp;show_faces=true&amp;colorscheme=light&amp;stream=false&amp;border_color&amp;header=false" scrolling="no" frameborder="0" style="border:none; overflow:hidden; width:236px; height:258px;" allowtransparency="true"></iframe>



 এবার লাল রঙের genareltrickstips  টি পরিবর্তন করে আপনার ফেসবুক পেজের নামটি দিন।তারপর save বাটনে ক্লিক করুন। কাজ শেষ ।এবার আপনার ব্লগ থেকে ঘুরে আসুন তারপর নিজেই দেখুন।
পোষ্ট টি ভাল লাগলে কমেন্ট করবেন। 
কমেন্ট করতে চাইলে LOG IN করতে হবে না আপনার মুল্যবান কমেন্ট করার জন্য  কমেন্ট বক্সে select profile থেকে Anonymous অপশন সিলেক্ট  করে আপনার মুল্যবান কমেন্ট প্রকাশ করুন
Start Total count: 27:06:2014


Saturday, September 14, 2013

শোক সংবাদ আমদের মাঝ থেকে চলে গেলেন চলচ্চিত্রের মুকুটহীন নবাব আনোয়ার হোসেন


আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই।মানুষ মাত্রই মরনশীল।জন্ম নিলেই মরতে হবে এটাই চিরন্তন সত্য।কেউই চিরদিন বেচে থাকবে না। সবারই একদিন বিদায় নিতে হবে এই দুনিয়া থেকে।পোষ্টটি আগেই দেওয়া উচিৎ ছিলো কিন্তু সময় করে দিতে না পারার কারনে আমি দুঃ ক্ষিত।এর জন্য আমাকে ক্ষমা করবেন। আমদের মাঝ গত থেকে বৃহস্পতিবার রাতে  চলে গেলেন বাংলা চলচ্চিত্রের মুকুটহীন নবাব আনোয়ার হোসেন।আর তাকে পাওয়া যাবে না কোনদিন।তার মৃত্যুতে আমরা শোকাহত।

আনোয়ার হোসেন আমাদের প্রিয় আনু ভাই বাংলা চলচ্চিত্রের মুকুটহীন নবাব ছিলেন না, তিনি ছিলেন যোদ্ধা, একজন সেনাপতি। তার নেতৃত্বে আমরা উর্দু ছবির বিরুদ্ধে যুদ্ধ করেছি। সেই যুদ্ধে আমরা জয়ী হয়ে বাংলাদেশের সিনেমা শিল্পকে প্রতিষ্ঠিত করেছি। আনু ভাই কেবল আমাদের সহশিল্পীই ছিলেন না, ছিলেন আমাদের অগ্রজ, আমাদের বড় ভাই, বন্ধু, অভিভাবক। মানুষ হিসেবে তিনি ছিলেন অনেক বড় মাপের। মন খোলা, নিরহঙ্কারী মানুষ আনু ভাই। তার চলে যাওয়াটা মেনে নিতেই হচ্ছে। এটা স্বাভাবিক ব্যাপার। তাকে বাঁচিয়ে রাখার জন্য সরকার থেকে শুরু করে সব পর্যায়ে চেষ্টা করা হয়েছিল। কিন্তু সবার চেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি চলে গেলেন আমাদের ছেড়ে। আমরা অভিভাবকশূন্য হয়ে গেলাম। আনু ভাইকে আল্লাহ ভাল রাখবেন এ দোয়া করা ছাড়া আপাতত আমাদের আর কিছুই করার নেই। 
প্রিয় কর্মস্থল এফডিসিতে আনোয়ার হোসেনের নিথর দেহ আসে হীমশীতল গাড়িতে বেলা আড়াইটায়। বাদ জুমা বায়তুল মোকাররম জামে মসজিদে নামাজে জানাজা শেষে শেষবারের মতো আনোয়ার হোসেনকে নিয়ে আসা হয় এফডিসিতে। সেখানে প্রিয় আনু ভাইয়ের প্রাণহীন দেহটাকে এক নজর দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন নায়করাজ রাজ্জাক, সুচন্দা, কবরী, ববিতা, উজ্জল, আলমগীর, এ টিএম শামসুজ্জামান, রুবেল, ওমর সানি, সাদেক বাচ্চু, বনশ্রী, মিশা সওদাগর, সিমলা, সম্রাট, সেই সঙ্গে চাষী নজরুল ইসলাম, গাজী মাজহারুল আনোয়ার, আমজাদ হোসেন, কাজী হায়াৎ, মঞ্জুর হোসেন, শহীদুল ইসলাম খোকন, মুশফিকুর রহমান গুলজার, ফজলে হক, নাসিরুদ্দিন দিলু, রুহুল আমিন বাবুল, মোহাম্মদ হোসেনসহ চলচ্চিত্র শিল্পের অনেকেই।আনু ভাইয়ের মৃত্যুতে আমরা শোকাহত।
Start Total count: 27:06:2014


আপনি কি কোন কিছু ক্রয় অথবা বিক্রয় করার কথা ভাবছেন তাহলে এই পোষ্টটি আপনার জন্য

আসসালামু আলাইকুম । কেমন আছেন সবাই । আশা করি ভালই আছেন। সবাই ভাল থাকুন এটাই আশা করি। আলহামদুলিল্লাহ আমি ভাল আছি। অনেক সময় দেখা যায় আমরা অনেক কিছু ক্রয় অথবা বিক্রয় করার জন্য চিন্তায় পরে যাই। কোথায় বিক্রি করব অথবা কোথা থেকে কি কিনব দাম কেমন হবে। আজই মাথা থেকে এই ভুত নামিয়ে ফেলুন। এই চিন্তা মাথায় রেখে বোঝা
বাড়িয়ে লাভ কি।তাই আমি আজ আপনাদের জন্য ক্রয় বিক্রয় করার জন্য ছয়টি নির্ভর যোগ্য ওয়েবসাইটের  ঠিকানা দিয়ে দিলাম।এখানে আপনি দেখে, শুনে ,বুঝে আপনার ইচ্ছামত ক্রয় বিক্রয় করুন। তাহলে আর দেরি না করে ঠিকানা গুলো তাড়াতাড়ি নিয়ে নিন আর বেচা কেনা করুন ঘরে বসেই...



Bikroy.com

 


www.akhoni.com




www.cellbazaar.com





www.ajkerdeal.com 




www.bdhaat.com



dordam.net

ধন্যবাদ সবাইকে। ভাল লাগলে কমেন্ট করবেন।
Start Total count: 27:06:2014


সকল মুসলিম ভাই জেনে নিন (অনুতপ্ত হওয়া এবং আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করা)


আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই।আশা করি ভালই আছেন।আল্লাহ তায়ালা সকল্কে ভাল রাখুন। (আমিন)। যাই হক আমরা জেনে না জেনে অনেক পাপ করে থাকি। আর এই পাপ থেকে মুক্তির উপায় হচ্ছে নামাজ।আর প্রতি উয়াক্তে নামাজের সাথে তওবা করা। রাসূলুল্লাহ (সাঃ) বলেন, হে মানুষ! তোমরা আল্লাহর দিকে ফিরে যাও। কেননা আমি দৈনিক একশবার তওবা করি।(১২৯)
তিনি বলেন, ‘আল্লাহ সবচেয়ে খুশী হন বান্দা তওবা করলে। (১৩০)
তিনি আরও বলেন, ‘সকল আদম সন্তান ভুলকারী। আর ভুলকারীদের মধ্যে সেরা তারাই, যারা তওবাকারী।(১৩১)

তওবা শুদ্ধ হবার শর্তাবলী :

আল্লাহ ও বান্দার মধ্যকার বিষয় হলে তওবা শুদ্ধ হওয়ার শর্ত হল তিনটি।
 ১। ঐ পাপ থেকে বিরত থাকবে
২। কৃত অপরাধের জন্য অনুতপ্ত হবে
৩। ঐ পাপ পুনরায় না করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ হবে।
আর যদি পাপটি বান্দার সাথে সম্পৃক্ত হয়, তাহলে তাকে ৪র্থ শর্ত হিসাবে বান্দার নিকটে ক্ষমা চাইতে হবে। কোন হক বা কিছু পাওনা থাকলে তাকে তা বুঝে দিতে হবে। তা না হলে তার তওবা শুদ্ধ হবে না। (১৩২)
তওবার দোআ :
(১) আস্তাগফিরুল্লা-হাল্লাযী লা ইলা-হা ইল্লা হুওয়াল হাইয়ুল ক্বাইয়ূমু ওয়া আতূবু ইলাইহে’ (আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি। যিনি ব্যতীত কোন উপাস্য নেই। যিনি চিরঞ্জীব ও বিশ্বচরাচরের ধারক এবং আমি তাঁর দিকেই ফিরে যাচ্ছি (বা তওবা করছি)।    (১৩৩)

(২) লা ইলাহা ইল্লা আনতা সুবহা-নাকা ইন্নী কুনতু মিনায যোয়া-লিমীন’ (হে আল্লাহ! তুমি ব্যতীত কোন উপাস্য নেই। তুমি মহা পবিত্র। নিশ্চয়ই আমি অন্যায়কারীদের অন্তর্ভুক্ত)।
রাসূলুল্লাহ (সাঃ) বলেন, যখন কোন মুসলিম কোন সমস্যায় এই দোআর মাধ্যমে তার পালনকর্তাকে আহবান করে, যা ইউনুস মাছের পেটে গিয়ে করেছিলেন, তখন আল্লাহ তার আহবানে সাড়া দেন।  (১৩৪)

(৩)রবিবগফিরলী ওয়া তুব আলাইয়া, ইন্নাকা আনতাত তাউওয়া-বুর রহীম’ (হে আমার প্রতিপালক! আমাকে ক্ষমা কর ও আমার তওবা কবুল কর। নিশ্চয়ই তুমি তওবা কবুলকারী ও দয়াবান) ১০০ বার পরতে হবে।  (১৩৫)
  ভাল লাগলে কমেন্ট করবেন।
 ধন্যবাদ সবাইকে।
Start Total count: 27:06:2014


1
আপনার ব্লগস্পট ব্লগে বাংলা ফেজবুক লাইক বক্স যুক্ত করে নিন খুব সহজেই  (ব্লগস্পট ব্লগের সৌন্দর্যবর্ধন) আপনার ব্লগস্পট ব্লগে বাংলা ফেজবুক লাইক বক্স যুক্ত করে নিন খুব সহজেই (ব্লগস্পট ব্লগের সৌন্দর্যবর্ধন)

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই। ভাল আছেন নিশ্চই। ভাল থাকুন ভাল থাকাই ভাল। আমরা অনেকেই সখের বিষয়ে অথবা অর্থ উপার্জনের জন্য ব্লগ বানিয়ে থাকি...

2
শোক সংবাদ আমদের মাঝ থেকে চলে গেলেন চলচ্চিত্রের মুকুটহীন নবাব আনোয়ার হোসেন শোক সংবাদ আমদের মাঝ থেকে চলে গেলেন চলচ্চিত্রের মুকুটহীন নবাব আনোয়ার হোসেন

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই।মানুষ মাত্রই মরনশীল।জন্ম নিলেই মরতে হবে এটাই চিরন্তন সত্য।কেউই চিরদিন বেচে থাকবে না। সবারই একদিন বিদায় নিত...

0
আপনি কি কোন কিছু ক্রয় অথবা বিক্রয় করার কথা ভাবছেন তাহলে এই পোষ্টটি আপনার জন্য আপনি কি কোন কিছু ক্রয় অথবা বিক্রয় করার কথা ভাবছেন তাহলে এই পোষ্টটি আপনার জন্য

আসসালামু আলাইকুম । কেমন আছেন সবাই । আশা করি ভালই আছেন। সবাই ভাল থাকুন এটাই আশা করি। আলহামদুলিল্লাহ আমি ভাল আছি। অনেক সময় দেখা যায় আমরা অনেক ...

1
সকল মুসলিম ভাই জেনে নিন (অনুতপ্ত হওয়া এবং আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করা) সকল মুসলিম ভাই জেনে নিন (অনুতপ্ত হওয়া এবং আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করা)

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই।আশা করি ভালই আছেন।আল্লাহ তায়ালা সকল্কে ভাল রাখুন। (আমিন)। যাই হক আমরা জেনে না জেনে অনেক পাপ করে থাকি। আর এই...

 
biz.