Wednesday, July 23, 2014

অক্টোবরে আসছে মাইক্রোসফটের স্মার্টওয়াচ





আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন।  ভাল আছেন নিশ্চই। ভাল থাকুন ভাল থাকাই ভাল। আলহামদুলিল্লাহ আমি ভাল আছি। আর আমি সব সময় ভালোর দলেই থাকি।

মাইক্রোসফটেরউইন্ডোজ অপারেটিং সিস্টেম নির্ভর স্মার্টওয়াচের দেখামিলতে পারে চলতি বছরেরঅক্টোবরে মাইক্রোসফটেরএকটি সূত্রের বরাত দিয়ে
ম্যাশেবল দাবি করেছে
স্মার্টওয়াচে হৃদস্পন্দন মাপার সেন্সরসহ মোট১১টি সেন্সর থাকতে পারে এইস্মার্টওয়াচের জন্য চিপ তৈরিকরবে টেক্সাস ইন অ্যাটমেলনামের দুটি প্রতিষ্ঠানঅত্যন্ত হালকা-পাতলা এইঘড়িটি হবে ক্রস প্ল্যাটফর্মের এতেঅ্যাপল গুগলের অ্যাপব্যবহার করা যাবে
এর আগে মে মাসেঅনলাইনে মাইক্রোসফটের স্মার্টওয়াচের তথ্য প্রথম ফাঁসহয়েছিল ওইসময় মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেম নির্ভর স্মার্টওয়াচের তথ্যপ্রকাশ করেছিল ম্যাশেবল
অবশ্যপরিধেয় প্রযুক্তি-পণ্য নিয়ে আনুষ্ঠানিকভাবেকোনো তথ্য প্রকাশ করেনিপ্রতিষ্ঠানটি ২০১২সালে সংক্রান্ত একটিপেটেন্টের আবেদন করেছিল মাইক্রোসফটকর্তৃপক্ষ যা সম্প্রতি যুক্তরাষ্ট্রেরপেটেন্ট অফিস অনুমোদন দিয়েছে
প্রযুক্তি-বিশ্লেষকেরা ধারণা করছেন, পরিধেয়প্রযুক্তি-পণ্য তৈরিতে বড়ধরনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে মাইক্রোসফট
প্রতিষ্ঠানেরপেটেন্ট আবেদনে জমা দেওয়াডায়াগ্রাম বর্ণনা থেকেপ্রযুক্তি-বিশেষজ্ঞরা ধারণা করছেন, মাইক্রোসফটেরস্মার্টওয়াচে বিশেষ সেন্সর থাকবেযা শরীর-বৃত্তিক বিভিন্নতথ্য পেতে সাহায্য করবে
স্মার্টওয়াচেথাকবে ইন্টারঅ্যাকটিভ টাচ প্যানেলস্বচ্ছ অ্যালুমিনিয়ামের কাঠামোতে তৈরি এই স্মার্টওয়াচআসতে পারেসারফেসব্র্যান্ডনাম নিয়ে

Monday, July 21, 2014

একজন অদম্য মেধাবী আইটি প্রফেশনালকে বাঁচিয়ে রাখতে সবাই এগিয়ে আসুন।

আসসালামু আলাইকুম।
একজন অদম্য মেধাবী আইটি প্রফেশনালকে বাঁচিয়ে রাখতে
মানবিক আবেদন
আমরা যারা বাংলাদেশের তথ্যপ্রযুক্তি সেক্টর, বেসিস ও আউটসোর্সিংয়ের সঙ্গে জড়িত আছি তারা অনেকেই ‘জ়াহিদুল ইসলাম’কে চিনি। তিনি তার স্বীয় দক্ষতা ও চেষ্টার ফলে ২০১৩ সালে ঢাকা জেলা ক্যাটাগরিতে বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড পেয়েছিলেন।

জাহিদ আমাদের সকলের থেকে একজন ব্যতিক্রমি মানুষ। ২ বছর বয়স থেকে পোলিও রোগে আক্রান্ত হয়েও শারিরিক প্রতিবন্ধি হয়ে পড়েন। ত
বে তিনি পরিবারের বোঝা হয়ে থাকেননি। সকল প্রতিবন্ধকতাকে জয় করেছেন। তার পক্ষে চাকরি করা সুবিধাজনক নয়, তাই ফ্রিল্যান্সিংকে পেশা হিসেবে নেন। আর এই ফ্রিল্যান্সিংয়ে নিজেকে সফল করে তোলার পাশাপাশি কাজের স্বীকৃতিস্বরুপ বেসিসের বর্ষসেরা ফ্রিল্যান্সারের পুরস্কারও পান।

হাটতে না পারলেও জাহিদের বাবা-মা কষ্ট করে কোলে নিয়ে তাকে স্কুল-কলেজের পড়াশোনা করিয়েছেন। উচ্চ শিক্ষার প্রতি জাহিদের প্রবল আগ্রহ থাকায় হুইল চেয়ারে বসেই জাহিদ সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ পড়েছেন। তার শারিরিক প্রতিবন্ধকতার কথা বিবেচনা করে উভয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে শতভাগ ওয়েভার দেয়।
জাহিদুল ইসলাম শুধু তার নিজের গন্ডির মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি। তিনি বাংলাদেশের শারিরিক প্রতিবন্ধি মানুষের উন্নয়ন ও কর্মসংস্থান নিয়ে স্বপ্ন দেখেছেন। শারিরিক প্রতিবন্ধিরা যাতে এই পেশায় এসে অন্যের উপর নির্ভরশীল হয়ে না থাকে সেই বিষয়ে সবাইকে অনুপ্রাণিত করার চেষ্টাও করেছেন। তার দেখাদেখি অনেকেই এই পেশায় এসেছেন।
কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, বাবা-মার অসীম ত্যাগ ও জাহিদের মেধা ও শ্রম যখন তাকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছিলো, ঠিক তখনই তিনি ‘SCOLIOSIS’ (মেরুদন্ড বাঁকা হয়ে যাওয়া) রোগে আক্রান্ত হয়েছেন। দীর্ঘ সময় ধরে বসে কম্পিউটার ব্যবহার করার ফলে জাহিদের মেরুদন্ড ৫৫ ডিগ্রী বাঁকা হয়ে গেছে। ফলে এখন পিঠে ও ঘাড়ে প্রচন্ড ব্যাথা এবং বাঁকা মেরুদন্ড হার্টে আঘাত করছে। এতে প্রচন্ড বুকে ব্যাথা ও শ্বাসকষ্ট হচ্ছে। তিনি এখন ১০ মিনিটও বসে থাকতে পারেন না।
দিনে দিনে জাহিদের মেরুদন্ড আরও বেশি বাঁকা হয়ে যাচ্ছে। শিগগিরই তার সুস্থতার জন্য দেশের বাইরে উন্নত চিকিৎসা প্রয়োজন। খোঁজ-খবর নিয়ে জানা গেছে জাহিদের এই চিকিৎসার জন্য ১৬ থেকে ১৭ লাখ টাকা প্রয়োজন। জাহিদের বাবা একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে সুপারভাইজার হিসেবে কর্মরত আছেন। তারপক্ষে এতো টাকা ব্যয়ভার বহন করা একেবারেই অসম্ভব। অন্যদিকে এতোদিন জাহিদ ফ্রিল্যান্সিং করে পরিবারকে যে সহায়তা করতো, মেরুদন্ড বাঁকা হয়ে যাওয়ার কারণে সে এখন ফ্রিল্যান্সিং দুরের কথা, কম্পিউটারের সামনে কিছুক্ষণ বসেই থাকতে পারেন না।
এমতাবস্থায় ফ্রিল্যান্স-আউটসোর্সিং তথা দেশের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের এ সফল তরুণকে বাঁচিয়ে রাখতে সবাইকে এগিয়ে আসা প্রয়োজন। বেসিসের পক্ষ থেকে বর্ষসেরা এই ফ্রিল্যান্সারের চিকিৎসা সহায়তায় এগিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের সকল সদস্যের সাধ্যমতো সহায়তায় হয়তো বেঁচে যেতে পারে এই তরুণের জীবন। সে আবার স্বপ্ন দেখতে পারবে নিজেকে স্বাবলম্বী করার, পরিবারকে সহায়তা করার ও দেশের শারিরিক প্রতিবন্ধিদের স্বাবলম্বী হওয়ার। তাই বেসিসের পক্ষ থেকে সবাইকে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি।
আপনার সাহায্য পাঠিয়ে দিন নিন্মলিখিত ব্যাংক এ্যাকাউন্টে:
Bank Name : United Commercial Bank(UCBL)
Account Name: BASIS Welfare Fund
Account Number: 0044-13200000676
Branch Name : Kawran Bazar
ফ্রিলান্সার জাহিদ এর চিকিৎসার জন্য নিম্ন লিখিত নাম্বারে বিকাশ ও করতে পারেন।
আমাদের বিকাশ নাম্বার 01798323118
অনুরোধে,
শামীম আহসান
সভাপতি
বেসিস

Thursday, July 17, 2014

এখন পিসি থেকেই Google Play store থেকে ডাউনলোড করুন কোন ঝামেলা ছাড়াই..................

আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন।  ভাল আছেন নিশ্চই। ভাল থাকুন ভাল থাকাই ভাল। আলহামদুলিল্লাহ আমি ভাল আছি। আমি আজকে যে সফটওয়্যার নিয়ে এসেছি তাতে আশা করি এন্ড্রয়েড ফোন ব্যাবহারকারীরা উপকৃত হবেন এই সফটওয়্যার এর মাধ্যমে আপনার পিসিতে Google Play store  থেকে  সফটওয়্যার, গেমস, ভিডিও নামাতে পারবেন এবং
তা আপনার ফোনে ট্রান্সফার করতে পারবেন এতে আপনার আর ফোনে নেট খরচ হবে না আরও অনেক কিছু করতে পারবেন এই সফটওয়্যার দিয়ে তা ডাউনলোড করলে বুঝতে পারবেন সফটওয়্যার টির নাম Mobogenie
তাহলে আর দেরি না করে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন 

এখন সফটওয়্যারটি ইনস্টল দিন। ইনস্টল দেওয়া হয়ে গেলে  ওপেন করুন । ওপেন করলে নিচের ছবির মত আসবে। 


উপরের ছবিটি দেখুন। সফটওয়্যারটি ওপেন করার পর Apps এ ক্লিক করুন তারপর সার্চ বক্সে আপনার কাংখিত সফটওয়্যারটির নাম লিখে সার্চ দিন।এখানে angry birds rio লিখে সার্চ দেয়া হয়েছে। আপনার কাংখিত সফটওয়্যারটির পেলে Install এ ক্লিক করুন দেখতে পাবেন আপনার সফটওয়্যারটি ডাউনলোড হচ্ছে। কোন সমস্যা হলে কমেন্ট করে জানাবেন।
ধন্যবাদ সবাইইকে।

ফেজবুকে লাইক করুন 

0
অক্টোবরে আসছে মাইক্রোসফটের স্মার্টওয়াচ অক্টোবরে আসছে মাইক্রোসফটের স্মার্টওয়াচ

আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই ? আশা করি ভালই আছেন।   ভাল আছেন নিশ্চই। ভাল থাকুন ভাল থাকাই ভাল। আলহামদুলিল্লাহ আমি ভাল আছ...

0
একজন অদম্য মেধাবী আইটি প্রফেশনালকে বাঁচিয়ে রাখতে সবাই এগিয়ে আসুন। একজন অদম্য মেধাবী আইটি প্রফেশনালকে বাঁচিয়ে রাখতে সবাই এগিয়ে আসুন।

আসসালামু আলাইকুম। একজন অদম্য মেধাবী আইটি প্রফেশনালকে বাঁচিয়ে রাখতে মানবিক আবেদন আমরা যারা বাংলাদেশের তথ্যপ্রযুক্তি সেক্টর, বেসিস ও আউটসোর...

0
এখন পিসি থেকেই Google Play store থেকে ডাউনলোড করুন কোন ঝামেলা ছাড়াই.................. এখন পিসি থেকেই Google Play store থেকে ডাউনলোড করুন কোন ঝামেলা ছাড়াই..................

আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই ? আশা করি ভালই আছেন।   ভাল আছেন নিশ্চই। ভাল থাকুন ভাল থাকাই ভাল। আলহামদুলিল্লাহ আমি ভাল আছি...

 
biz.