Saturday, August 31, 2013

বাংলাদেশে সুজোকির মোটরসাইকেল প্রস্তুত করবে র‌্যাংগস গ্রুপ

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই।ভালই আছেন তাই না।ভাল থাকাই ভাল।
আমরা বাঙ্গালি,বাংলাদেশের তৈরী পন্য ব্যাবহারে আমাদের মজাই অন্য রকম।তাই আপনাদের জন্য একটি খুশির খবর নিয়ে হাজির হলাম আপনাদের সামনে।

ভারত থেকে যন্ত্রাংশ এনে দেশেই সংযোজন করে জাপানের সুজোকি ব্র্যান্ডের মোটরসাইকেল উৎপাদন করবে র‌্যাংগস গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান র‌্যাংকন  মোটরবাইকস লিমিটেড। এ জন্য সাভারে কারখানা স্থাপনের কাজ চলছে। আগামী বছরের  ফেব্রুয়ারি বা মার্চ মাসে মোটরসাইকেল উৎপাদন ও বাজারজাত শুরু হবে।
 
সুজোকি ব্র্যান্ডের মোটরসাইকেল উৎপাদন করতে র‌্যাংকন ৮০ কোটি টাকা বিনিয়োগ করছে। সাভারের কারখানায় প্রাথমিকভাবে ১১০, ১২৫ ও ১৫০ সিসি সুজোকির তিন মডেলের মোটরসাইকেল উৎপাদন করবে র‌্যাংকন। আর প্রথম বছর ২০ হাজার মোটরসাইকেল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
রাজধানীর একটি হোটেলে গতকাল বৃহস্পতিবার আয়োজিত সংবাদ সম্মেলনে সুজোকি ব্র্যান্ডের মোটরসাইকেল উৎপাদন ও বাজারজাত করার আনুষ্ঠানিক ঘোষণা দেয় র‌্যাংগস গ্রুপ।
এতে উপস্থিত ছিলেন সুজোকি মোটর করপোরেশনের গ্লোবাল মোটরসাইকেল বিপণন মহাব্যবস্থাপক কাতসুমি তাকাতা, র‌্যাংগস গ্রুপের চেয়ারম্যান এ রউফ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক রোমো রউফ চৌধুরী প্রমুখ।
 

রোমো রউফ চৌধুরী জানান, এই সুজোকি মোটরসাইকেলের দাম হবে এক লাখ ২৫ হাজার থেকে আড়াই লাখ টাকার  মধ্যে। তবে তিনি বলেন, তৈরি করা মোটরসাইকেল আমদানি করতে ১৫০ শতাংশ শুল্ক  দিতে হয়। আর দেশে সংযোজন করা মোটরসাইকেলে দিতে হয় ১২১ শতাংশ শুল্ক। এটি কমানো হলে আরও কম দামে ছাড়া হবে ।
রোমো রউফ চৌধুরী বলেন, তিন বছরের পর পূর্ণ উৎপাদনে যাওয়া সম্ভব। এ ক্ষেত্রেঅবশ্যই সুজোকির অনুমতি লাগবে। রপ্তানি নয়, শুধু দেশের অভ্যন্তরেই সুজোকি ব্র্যান্ডের মোটরসাইকেল বাজারজাত করবে র‌্যাংকন মোটরবাইকস  
ভাল থাকবেন।
 ধন্যবাদ।

0
বাংলাদেশে সুজোকির মোটরসাইকেল প্রস্তুত করবে র‌্যাংগস গ্রুপ বাংলাদেশে সুজোকির মোটরসাইকেল প্রস্তুত করবে র‌্যাংগস গ্রুপ

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই।ভালই আছেন তাই না।ভাল থাকাই ভাল। আমরা বাঙ্গালি,বাংলাদেশের তৈরী পন্য ব্যাবহারে আমাদের মজাই অন্য রকম।তাই আপনা...

 
biz.