Thursday, May 21, 2015

১৭ বছরের বার্সা-বন্ধন ছিড়ল চাভির


বার্সেলোনার জার্সিতে ১৭ বছরের সাফল্যে ভরা ক্যারিয়ার শেষে এবার নতুন ঠিকানায় যোগ দিতে যাচ্ছেন চাভি এর্নান্দেস।

কাতারের আল সাদে চাভির যোগ দেওয়ার বিষয়টি আগেই গণমাধ্যমে উঠে আসে। এবার নিজেই খবরটি নিশ্চিত করলেন স্প্যানিশ এই তারকা মিডফিল্ডার।বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ২ বছরের জন্য আল সাদে যোগ দেওয়ার খবরটি জানান চাভি। ক্লাব আল সাদও টুইটারে তাদের সঙ্গে চাভির যোগ দেওয়ার খবরটি নিশ্চিত করে। পরে আরও এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগও থাকছে এই চুক্তিতে।
আবেগভরা কণ্ঠে চাভি সাংবাদিকদের বলেন, "এটাই সেরা সিদ্ধান্ত, এটা সহজ ছিল না, তবে এখান থেকে যাওয়ার এটাই সঠিক সময়।"

বয়স ৩৫ হলেও এখনও নিজেকে বার্সেলোনার জন্য প্রয়োজনীয় খেলোয়াড় মনে করেন চাভি। তার মনও নাকি এখানেই থেকে যাওয়ার পক্ষে। কিন্তু দৃশ্যপটে একটা পরিবর্তনের প্রয়োজন বলে মনে করেন কাতালুনিয়ার ক্লাবটির হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়া এই খেলোয়াড়।১৯৯১ সালে এগারো বছর বয়সে বার্সেলোনায় নাম লেখানোর পর ক্লাবটির মূল দলের হয়ে ৭৬৪টি ম্যাচ খেলে মোট ২৩টি শিরোপা জেতেন চাভি।

আগামী শনিবার লা লিগার শেষ রাউন্ডে কাম্প নউয়ে বার্সেলোনার হয়ে শেষ ম্যাচ খেলবেন চাভি।শৈশবের ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিলেও আবারও কাম্প নউয়ে ফেরার স্বপ্নের কথা জানান চাভি। তবে সেটা কোচ হিসেবে।    সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কাতারের ২০২২ বিশ্বকাপের শুভেচ্ছাদূত চাভি প্রতি মৌসুমে এক কোটি ইউরো পাবেন। কাতারের অ্যাসপায়ার অ্যাকাডেমির হয়েও কাজ করবেন তিনি।

সানি লিওনের দেব দর্শন


যে ছবিতেই তিনি থাকবেন, সে ছবি হিটলিস্টে। আর যা তিনি করেন, তা হয়ে যায় খবর কিংবা বেখবরের শিরোনাম। এবার মন্দিরে দেবদর্শন করতে গিয়ে আবারো নিন্দুকের তোপের মুখে পড়েছেন সানি লিওন।

সম্প্রতি মুম্বইয়ের সিদ্ধি বিনায়ক মন্দিরে গেলেন সানি। এই মন্দির ভক্তদের ভিড়, দর্শনীয় স্থান এবং তারকা সমাগমে বিখ্যাত। আগামী ৮ মে মুক্তি পাবে সানির নতুন ছবি ‘কুছ কুছ লোচা হ্যায়’। এই সেক্স কমেডি ছবির সাফল্য কামনায় তার এই সিদ্ধিদাতা গণেশ দর্শন।

সানিকে দেখে প্রচুর মানুষ ভিড় জমান মন্দিরে, রাস্তায় এবং মন্দির সংলগ্ন স্থানগুলোয়। মধুর টানে মাছি তো আসবেই, এ আর নতুন কি! তবে তাকে একনজর দেখার বাসনায় দর্শকের ধাক্কাধাক্কি শুরু হলে পুলিশ প্রহরার ব্যবস্থা করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। বেশ কয়েকজন আহত হয়েছে বলেও শোনা যায়।

এই মন্দির দর্শনের বিবরণ ঘটা করে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বর্ণনা করেছেন সানি লিওন। না, দেবদর্শন কিংবা মন্দিরের আধ্যাত্মিক পরিবেশ নয়- তার লেখা জুড়ে প্রকাশ পেয়েছ মন্দির দর্শণের বিশেষ পোশাক! একটা হলুদ গোলাপি সালোয়ার কামিজ পরে মন্দিরে গিয়েছিলেন সানি।

‘কুছ কুছ লোচা হ্যায়’ ছবিতে সানির বিপরীতে আছেন রাম কাপুর। এছাড়াও অভিনয় করেছেন ইভলিন শর্মা এবং নভদীপ ছাবরা। দেবাং ঢোলাকিয়া পরিচালিত এ ছবির বিজ্ঞাপণ, প্রচারণা ও প্রচার ইতোমধ্যে নিষিদ্ধ হয়েছে ছোটপর্দায়। সানির শেষ ছবি ‘এক পাহেলি লীলা’ বক্স অফিস কাঁপাতে ব্যর্থ। এখন দেখা যাক, ছবির সাফল্যে দেব দর্শন কতটুকু প্রভাব ফেলে।

বর্তমানে ফ্যাশন দুনিয়া মাতাবে যেসব ব্লাউজ

কোনো উৎসব অনুষ্ঠান মানেই নারীদের প্রথম পছন্দের পোশাক শাড়ি। বর্তমানে নিজেকে মোহনীয় করে সাজাতে শাড়িকে বেছে নেয়া হচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে শাড়ির ডিজাইনে যেমন এসেছে বৈচিত্র্য, তেমনই এসেছে ব্লাউজের ডিজাইনেও। হালের ফ্যাশনে ব্লাউজের ডিজাইনে চলবে একদমই ভিন্ন কিছু নকশা। একই সঙ্গে পুরোনো কিছু ডিজাইনও আবার ফিরে আসবে নতুন রূপে। আসুন, দেখা যাক সে রকমই কিছু ব্লাউজের ডিজাইন যা এ বছর মাতাবে ফ্যাশনের দুনিয়া।

প্রচ্ছদের ছবিতে যে ৪টি ডিজাইন দেখা যাচ্ছে, সেগুলো বিগত দুবছরে ফ্যাশনে যোগ হয়েছে। তবে এই বছরেও তাদের চল থাকবে।
  •  স্টোন ওয়ার্ক করা ব্লাউজ

পাথরের কাজ করা ব্লাউজ বহু আগে জনপ্রিয় হলেও ২০১৫ সালে তা থাকবে নতুন রূপে। বোট কলার দিয়ে ব্লাউজ তৈরি করে পেছনের পুরোটা ঢেকে দিতে হবে নেট দিয়ে। স্টোনের কাজটা থাকবে সেই নেটে। স্টোন বসানো নেট এখন মার্কেটে কিনতে পাওয়া যাচ্ছে। ব্লাউজের পেছন দিকটা তোই কাপড় দিয়ে তৈরি করলে দারুণ লাগবে।

# গলায় ফ্রিল দেয়া ব্লাউজ

যেকোনো ধরনের গলার ডিজাইনে পাতলা কাপড় দিয়ে ফ্রিল দেয়া ব্লাউজ এবারের নতুন ফ্যাশন। কমবয়সী মেয়েদের দারুন মানাবে এই ব্লাউজ। তবে এই ব্লাউজ হতে হবে স্লিভ লেস কিংবা ফুল স্লিভ। ছোট হাতার ব্লাউজে ফ্রিল ভালো লাগবে না।

  • ঘটি হাতা গ্ল্যাডিয়েটর ব্লাউজ

ছোট ঘটি হাতা দিয়ে পেছনে ক্রিসক্রস ফিতার ডিজাইন দিয়ে করা এই ব্লাউজ গুলো তরুণীদেরই বেশি মানাবে।

  •  ভারী কাজ করা ফুল হাতা ব্লাউজ

গত দুবছর যাবত ভারী কাজ করা হাই নেক ব্লাউজের খুব চল ছিল। এই বার এই জায়গা দখল করবে বড় গলার ফুল হাতা ব্লাউজ, তবে অবশ্যই ভারী কাজ করা।
  •  একপাশে এমব্রয়ডারি ও পেছনে বাঁধা

এমব্রয়ডারি ব্লাউজের ফ্যাশন এবার পুরো বছর জুড়েই থাকবে। একপাশে এমব্রয়ডারিটাও চলবে খুব। একই সঙ্গে আশির দশকের পেছনে বাঁধা ব্লাউজগুলোও এবার ফ্যাশনে ফিরে আসতে যাচ্ছে।

Tuesday, May 19, 2015

চেন্নাইকে হারিয়ে ফাইনালের টিকেট পেল মুম্বাই


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অষ্টম আসরের ফাইনালে জায়গা করে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংসকে বুধবার রাতে ২৫ রানে হারিয়ে ফাইনালে ওঠে ২০১৩ সালের চ্যাম্পিয়ন এই দলটি।মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। নির্ধারিত ২০ ওভারে ১৮৭ রান সংগ্রহ করে মুম্বাই।ব্যাটসম্যানদের মধ্যে ওপেনিংয়ে নামা লেন্ডন সিমন্স দলের পক্ষে সর্বোচ্চ ৬৫ ও পার্থিব প্যাটেল করেন ৩৫ রান। তাদের এই জুটির সংগ্রহ ৬৪ বলে ৯০ রান। তিন নম্বরে নামা রোহিত শর্মা ১৪ বলে ১৯ রান ও কাইরন পোলার্ড ১৭ বলে ৪১ রান সংগ্রহ করেন। সব মিলিয়ে তারা চেন্নাইয়ের জন্য ৬ উইকেটে ১৮৮ রানের টার্গেট ছুড়ে দেয়।চেন্নাই ১৮৮ রানের লক্ষ্যে খেলতে নেমে প্রথম ওভারেই মালিঙ্গার বলে আউট হন ডোয়াইন স্মিথ। অপর ওপেনার মাইকেল হাসি করেন ১৬ রান। তিন নম্বরে ব্যাটিংয়ে নামা ফাফ ডু প্লেসিস ৪৫ রান ও সুরেশ রায়না ২৫ রান করে বিদায় নেন। পরের বলেই বিদায় নেন মহেন্দ্র সিং ধোনি। ড্যারেন ব্রাভো করেন ১৫ বলে ২০ রান। ১০ বলে ১৯ রান করেন রবীন্দ্র জাদেজা। রবিচন্দ্রন অশ্বিন করেন ২৩ রান। শেষমেশ এক ওভার বাকি থাকতেই ১৬২ রানে অলআউট হয়ে যান চেন্নাই সুপার কিংস। ফলে ২৫ রানে জয়লাভ করে ফাইনালের টিকেট পায় মুম্বাই ইন্ডিয়ান্স।

বর্তমান ফুটবল বিশ্বে লিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনালদো কে সেরা


বর্তমান ফুটবল বিশ্বে লিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনালদো কে সেরা ফুটবলার তা নিয়ে চর্চার শেষ নেই। সেরার আলোচনা নিয়ে বিতর্কে যেতে রাজি নন ইতালির ফুটবলার অ্যান্টোনিও কাসানো। তাই তিনি বলেছেন, ‘মেসি ও রোনালদো দু’জনই গ্রেট ফুটবলার। তাদের যদি টেনিসের সঙ্গে তুলনা করা হয় তবে মেসি রজার ফেদেরার আর রোনালদো রাফায়েল নাদালের মতো।’
৪ বার ফিফা ব্যালন ডি’ওরের পুরস্কার জিতেছেন মেসি। আর প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো এ পুরস্কার জিতেছেন ৩ বার। তবে চলতি মৌসুমে এরই মধ্যে লা লিগার শিরোপা ঘরে তুলেছে মেসির দল বার্সেলোনা। সুযোগ রয়েছে ট্রেবল জয়ের। বার্সা নিশ্চিত করেছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও কোপা দেল রের ফাইনালও। মেসি পারফর্মের দ্যুতি ছড়িয়ে ক্লাবকে ফাইনালে উঠতে অবদান রেখেছেন।

প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী বই ডাউনলোড করে নিন PDF সরাসরি ডাউনলোড লিঙ্ক

 

Primary Level

Class I


Class II


Class III


Class IV


Class V


Secondary Level

Class VI


Class VII


Class VIII







Sunday, May 17, 2015

বার্সেলোনার শিরোপা জয়


শিরোপা জয় উদযাপন করার লক্ষ্য নিয়েই আতলেতিকোর বিপক্ষে খেলতে নামবে বার্সেলোনা। স্পেনের লা লিগায় ৩৭তম রাউন্ডের ম্যাচটি জিতলেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে লুইস এনরিকের দলের।রোববার আতলেতিকো মাদ্রিদের মাঠ ভিসেন্তে কালদেরনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।এদিকে বার্সেলোনাকে শিরোপা জয়ের সুযোগ এনে দেওয়া ম্যাচটি প্রতিশোধের একটি উপলক্ষও লিওনেল মেসিদের জন্য। গত মৌসুমে কাম্প ন্যুতে বার্সেলোনার সঙ্গে ১-১ গোলে ড্র করে শিরোপা নিয়ে দখল করে আতলেতিকো।
এবার সেই আতলেতিকোকে হারাতে পারলেই এক ম্যাচ হাতে রেখে শিরোপা জিতবে বার্সেলোনা। ৩৬ রাউন্ড শেষে ৯০ পয়েন্ট এনরিকের বার্সার। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৮৬। ৭৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে আতলেতিকো।
এদিন লিগ শিরোপা জয়ের পাশাপাশি বার্সেলোনার সামনে আরেকটি হাতছানিও আছে। কোপা দেল রের ফাইনালে আথলেতিক বিলবাওকে এবং চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জুভেন্টাসকে হারাতে পারলে দ্বিতীয়বারের মতো ট্রেবল জয়ের ইতিহাস গড়বে তারা।
ট্রেবল জয়ের কিনারে চলে আসা বার্সেলোনা এই মুহূর্তে অসাধারণ ফুটবল খেলছে। মেসি-নেইমার-সুয়ারেজের সমন্বয়ে গড়া আক্রমণভাগ রয়েছে দারুণ ছন্দে। এত কিছুর পরও সতর্ক দলের স্প্যানিশ ডিফেন্ডার জেরার্ড পিকে।
পিকে বলেন, “আমরা কাছে চলে এসেছি, তবে আমাদের পা মাটিতেই রাখতে হবে।”
পা মাটিতে রাখার যথেষ্ট কারণও আছে বার্সেলোনার। গত মৌসুমে লিগে তীরে গিয়ে যেমন তরী ডুবেছিল, এবার যে সেরকম সম্ভাবনা নেই তা বলা যাবে না। ঘটনাক্রমে বার্সেলোনা যদি শেষ দুই রাউন্ডেই হেরে যায় বা হোঁচট খায়, আর রিয়াল দুটি রাউন্ডই জিতে গেলে শিরোপা জিতবে কার্লো আনচেলত্তির দল।এরকম একটি পরিস্থিতিতে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে দলের অন্যতম ভরসা লুইস সুয়ারেসকে ছাড়াই খেলতে হতে পারে বার্সেলোনাকে। বায়ার্নের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় পর্বের ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান উরুগুয়ের এই স্ট্রাইকার।
শিরোপা জয়ের আশা আর না থাকলেও তৃতীয় স্থানে থেকে লিগ শেষ করার লড়াইয়ে আছে আতলেতিকো। চতুর্থ স্থানে থাকা ভালেন্সিয়ার চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে আছে তারা। ৩৬ ম্যাচে ৭৩ পয়েন্ট পাওয়া ভালেন্সিয়া একই দিনে নিজেদের মাঠে সেল্তা ভিগোর বিপক্ষে খেলবে।স্পেনের লা লিগার শীর্ষ তিন দল আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি খেলবে। আর চতুর্থ স্থানে থেকে লিগ শেষ করা দল খেলতে পারবে প্লে-অফে।এমন একটি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে প্রতিপক্ষ দলে সুয়ারেসের মতো একজন ফরোয়ার্ডের অনুপস্থিতি একটু স্বস্তিই দিতে পারে আতলেতিকোকে। তবে গোলরক্ষক ইয়ান ওবলাক অবশ্য স্বস্তিতে থাকার কোনো কারণ দেখেন না।

বাংলাদেশ সফরে আসতে অনীহাধোনি এবং বিরাট কোহলি


বাংলাদেশ সফরে আসতে অনীহা প্রকাশ করেছেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলি। এর ফলে ভারত দলের সঙ্গে নাও আসতে পারেন মহেন্দ্র এ দুজন। এই দুজন না এলে বাংদলাদেশে ওয়ানডে ও টেস্টে নতুন দুই জন অধিনায়ক নির্বাচন করতে হবে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচকদের।ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি শুক্রবার জানায়, ধোনি ও কোহলি এরই মধ্যে ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে বিশ্রাম চেয়েছেন। সঙ্গে আরও কিছু সিনিয়র খেলোয়াড়ও বিশ্রাম চেয়েছেন।এনডিটিভি জানায়, টেস্ট অধিনায়ক কোহলি এরই মধ্যে বিষয়টি নিয়ে বিসিসিআইয়ের সাধারণ সম্পাদক অনুরাগ ঠাকুরের সঙ্গে কথা বলেছেন।ভারতের সাবেক অধিনায়ক ও এনডিটিভির বিশেষজ্ঞ সুনিল গাভাস্কার বলেন, “আমি বুঝতে পারছি, কোহলি বিশ্রাম চাইছে। সে সম্ভবত শুধু টেস্ট খেলতে পারে।”

কলকাতার বিদায় সাকিব-শাহরুখের


রাজস্থান রয়্যালসের কাছে ৯ রানে হেরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চলতি আসর থেকে বিদায় নিল সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স। নিজেদের শেষ ‍দুই ম্যাচে টানা হারের খেসারত দিয়ে শেষ চারের লড়াই থেকে ছিটকে পড়লো ডিফেন্ডিং চ্যাস্পিয়নরা।শনিবার মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে রাজস্থানের করা ১৯৯ রানের জবাবে ১৯০ রানে আটকে যায় শাহরুখের খানের কলকাতা। ১৩ ওভার পর্যন্ত দুর্দান্ত ব্যাটিং করার পর শেষ দিকে খেই হারিয়ে ফেলে কলকাতার ব্যাটসম্যানরা। ফলে বিদায় নিতে হয় দুবারের চ্যাম্পিয়নদের।রাজস্থানের করা ১৯৯ রানের জবাবে শুরুতে দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্য উপহারদেন ইউসুফ পাঠান।তাকে যোগ্য সঙ্গ দেন আন্দ্রেরাসেল ।এই দুজনের ব্যাটিংয়ে ১৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩০ রান তুলে ফেলে কেকেআর। তবে ১৪তম ওভারের দ্বিতীয় বলে রাসেলের বিদায়ের পর হোঁচট খায় শাহরুখ খানের দল।

চিত্রনায়িকা মাহিকে নিষিদ্ধ ঘোষণা


চিত্রনায়িকা মাহির সঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার আর থাকছে না । জাজ মাল্টিমিডিয়া শনিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে চিত্রনায়িকা মাহিকে তাদের প্রতিষ্ঠানে নিষিদ্ধ ঘোষণা করেছে। জাজের সিইও (প্রধান নির্বাহী কর্মকর্তা) আলিমুজ্জামান খোকন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করা হয়েছে।জাজ বলছে, “এখন থেকে মাহির কর্মকাণ্ডের সঙ্গে জাজের কোনো সম্পৃক্ততা নেই। মাহির উচ্ছৃঙ্খল জীবনযাপন, স্ক্যান্ডাল ভিডিও প্রকাশ ও একাধিক ব্যক্তির সঙ্গে সম্পর্কের জের ধরে চলচ্চিত্রমহলে বিব্রতকর অবস্থার পাশাপাশি জাজ মাল্টিমিডিয়াও এক ধরনের অস্বস্তিতে পড়ে। এমনকি দু’দিন আগে প্রযোজক আরশাদ আদনানের সঙ্গে মাহির গোপনে ভারতে অবকাশযাপনের ঘটনা নিয়েও চলচ্চিত্র ইন্ড্রাস্ট্রিতে চাপা উত্তেজনা বিরাজ করতে থাকে। প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ন রাখতেই মাহিকে নিয়ে আর কোনো কাজ না করার সিদ্ধান্ত নিয়েছে জাজ মাল্টিমিডিয়া। এখন থেকে মাহি জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত কোনো ছবিতে আর কাজ করতে পারবেন না। এমনকি ‘পুলিশগিরি’ ও ‘নিয়তি’ নামের ছবি দুটি থেকেও বাদ দেওয়া হয়েছে মাহিকে।”

অশ্লীলতার মামলা সানি লিওনের বিরুদ্ধে


ভারতীয় বংশোদ্ভূত কানাডীয় মডেল ও অভিনেত্রী সানি লিওনের বিরুদ্ধে একটি অশ্লীলতার মামলা হয়েছে। তাঁর বিরুদ্ধে ভারতীয় সংস্কৃতি ধ্বংসের প্রাথমিক অভিযোগ (এফআইআর) দায়ের করা হয়েছে।নিবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, অঞ্জলি পালান নামের মুম্বাইয়ের এক নারী সানির বিরুদ্ধে এফআইআরটি দায়ের করেছেন।এফআইআরয়ের অভিযোগ অনুযায়ী, সানি লিওন অশ্লীলতার প্রসার ঘটাচ্ছেন। নিজের ওয়েবসাইটের মাধ্যমে ভারতীয় সংস্কৃতি ও সমাজ ধ্বংস করছেন তিনি।শুধু সানি নয়, যাঁরা ওই ওয়েবসাইটে অশ্লীল ভিডিও তোলেন, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা চেয়েছেন মামলার বাদী। এ কারণে সানিসহ অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআরটি করা হয়েছে।সংশ্লিষ্ট থানা পুলিশের জ্যেষ্ঠ পরিদর্শক সুনীল শিবাকর বলেন, ‘এফআইআরটি নিবন্ধন করা হয়েছে। আমরা ওই ওয়েবসাইটে গিয়ে আপত্তিকর বিষয় পেয়েছি।’

যৌনতা এবং নগ্নদৃশ্যের ছড়াছড়ি


বলিউড পরিচালক একতা কাপুরের নতুন  ‘ট্রিপল এক্স’  সিনেমার জন্য ছয় নতুন তারকা খোলামেলা দৃশ্যে অভিনয়ে রাজি হয়েছেন।এই ছবির জন্য তিনি নগ্ন দৃশ্যে অভিনয়ে অন্তত দুজন তারকাকে রাজী করিয়ে চুক্তিবদ্ধ করেছেন। এর পরিপ্রেক্ষিতে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকার বলিউডের ছয় জন তারকা বলেছেন, ছবির কাহিনি এবং চিত্রনাট্য যদি দাবি করে, সেক্ষেত্রে নগ্ন দৃশ্যে অভিনয়ে তাদের আপত্তি নেই।বলিউডের ছবিতে এখনো পর্যন্ত খোলামেলা যৌনতা এবং পুরোপুরি নগ্ন দৃশ্য সতর্কভাবে এড়িয়ে যাওয়া হয়। কামসূত্রের মতো ছবি অবশ্য এক্ষেত্রে ব্যতিক্রম। কিন্তু একতা কাপুর ‘ট্রিপল এক্স’ নামে যে নতুন ছবি তৈরি করতে যাচ্ছেন, তা চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বলিউডের এর আগে কখনো দেখা যায়নি সেরকম মাত্রায় যৌনতা এবং নগ্ন দৃশ্যের ছড়াছড়ি থাকবে এই ছবিতে।

1
১৭ বছরের বার্সা-বন্ধন ছিড়ল চাভির ১৭ বছরের বার্সা-বন্ধন ছিড়ল চাভির

বার্সেলোনার জার্সিতে ১৭ বছরের সাফল্যে ভরা ক্যারিয়ার শেষে এবার নতুন ঠিকানায় যোগ দিতে যাচ্ছেন চাভি এর্নান্দেস। কাতারের আল সাদে চাভির যোগ দেওয়া...

1
সানি লিওনের দেব দর্শন সানি লিওনের দেব দর্শন

যে ছবিতেই তিনি থাকবেন, সে ছবি হিটলিস্টে। আর যা তিনি করেন, তা হয়ে যায় খবর কিংবা বেখবরের শিরোনাম। এবার মন্দিরে দেবদর্শন করতে গিয়ে আবারো নিন্দ...

2
বর্তমানে ফ্যাশন দুনিয়া মাতাবে যেসব ব্লাউজ বর্তমানে ফ্যাশন দুনিয়া মাতাবে যেসব ব্লাউজ

কোনো উৎসব অনুষ্ঠান মানেই নারীদের প্রথম পছন্দের পোশাক শাড়ি। বর্তমানে নিজেকে মোহনীয় করে সাজাতে শাড়িকে বেছে নেয়া হচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে শাড়ির...

1
চেন্নাইকে হারিয়ে ফাইনালের টিকেট পেল মুম্বাই চেন্নাইকে হারিয়ে ফাইনালের টিকেট পেল মুম্বাই

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অষ্টম আসরের ফাইনালে জায়গা করে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংসকে বুধবার রাতে ২৫ রান...

1
বর্তমান ফুটবল বিশ্বে লিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনালদো কে সেরা বর্তমান ফুটবল বিশ্বে লিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনালদো কে সেরা

বর্তমান ফুটবল বিশ্বে লিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনালদো কে সেরা ফুটবলার তা নিয়ে চর্চার শেষ নেই। সেরার আলোচনা নিয়ে বিতর্কে যেতে রাজি নন ইত...

1
প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী বই ডাউনলোড করে নিন PDF সরাসরি ডাউনলোড লিঙ্ক প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী বই ডাউনলোড করে নিন PDF সরাসরি ডাউনলোড লিঙ্ক

  Primary Level Class I   Bangla   Mathematics   English For Today Bangla English For Today Class II Bangla Mathematics   English For Today ...

1
বার্সেলোনার শিরোপা জয় বার্সেলোনার শিরোপা জয়

শিরোপা জয় উদযাপন করার লক্ষ্য নিয়েই আতলেতিকোর বিপক্ষে খেলতে নামবে বার্সেলোনা। স্পেনের লা লিগায় ৩৭তম রাউন্ডের ম্যাচটি জিতলেই শিরোপা নিশ্চিত হ...

0
বাংলাদেশ সফরে আসতে অনীহাধোনি এবং বিরাট কোহলি বাংলাদেশ সফরে আসতে অনীহাধোনি এবং বিরাট কোহলি

বাংলাদেশ সফরে আসতে অনীহা প্রকাশ করেছেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলি। এর ফলে ভারত দলের সঙ্গে নাও আসতে পারেন মহেন্দ্র এ ...

0
 কলকাতার বিদায় সাকিব-শাহরুখের কলকাতার বিদায় সাকিব-শাহরুখের

রাজস্থান রয়্যালসের কাছে ৯ রানে হেরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চলতি আসর থেকে বিদায় নিল সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স। নিজেদের শেষ ...

0
চিত্রনায়িকা মাহিকে নিষিদ্ধ ঘোষণা চিত্রনায়িকা মাহিকে নিষিদ্ধ ঘোষণা

চিত্রনায়িকা মাহির সঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার আর থাকছে না । জাজ মাল্টিমিডিয়া শনিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে চিত্রনায়িকা মাহিকে...

1
অশ্লীলতার মামলা সানি লিওনের বিরুদ্ধে অশ্লীলতার মামলা সানি লিওনের বিরুদ্ধে

ভারতীয় বংশোদ্ভূত কানাডীয় মডেল ও অভিনেত্রী সানি লিওনের বিরুদ্ধে একটি অশ্লীলতার মামলা হয়েছে। তাঁর বিরুদ্ধে ভারতীয় সংস্কৃতি ধ্বংসের প্রাথমি...

0
যৌনতা এবং নগ্নদৃশ্যের ছড়াছড়ি যৌনতা এবং নগ্নদৃশ্যের ছড়াছড়ি

বলিউড পরিচালক একতা কাপুরের নতুন  ‘ট্রিপল এক্স’  সিনেমার জন্য ছয় নতুন তারকা খোলামেলা দৃশ্যে অভিনয়ে রাজি হয়েছেন।এই ছবির জন্য তিনি নগ্ন দৃশ্যে...

 
biz.