Wednesday, December 31, 2014

শত্রুপক্ষের ওপরে নজর রাখতে তৈরি হল গোয়েন্দা মাছি (রোবট)

আসসালামু আলাইকুম।কেমন আছেন বন্ধুরা সবাই।আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। মার্কিন গবেষকেরা হুবহু মাছির মতো দেখতে একটি রোবট তৈরি করছেন। তাদের উদ্দেশ্য এটি দিয়ে তাঁরা শত্রুপক্ষের ঘাটিতে গোপনে নজরদারি চালাবে। এর আগেও এমন উদ্যোগ বহুবার নেয়া হয়েছিলো তবে সেটি ছিল গোপনে। এবার সবার সামনেই তাঁরা ঘোষণা দিল এই রোবটের কথা। তাদের বক্তব্য অনুযায়ী এর আগে যে গোয়েন্দা রোবট গুলো তৈরি করা হয়েছিলো সেগুলোর থেকে এটি বেশি কার্যকরী হবে। এটি গোপনে শত্রুর ঘরে গিয়ে তাদের কার্যকলাপ রেকর্ড করে নিয়ে আসবে তাঁরা সেটি  ঠিকও পাবে না। রোবটিক মাছির শরীরে থাকছে কিছু উন্নত মানের সেন্সর, এবং হাই রেলুশেনর ক্যামেরা যেটি দিয়ে শত্রুর ঘড়ের সব গোপন কার্যকলাপ ধারন করবে। কোন রাডার যন্ত্র যাতে এটিকে ট্র্যাক করতে না পারে সে জন্য এটি আরও উন্নত করার চিন্তা ভাবনা চলছে। বর্তমানে যে পরিমান জঙ্গি হামলা বেড়ে গেছে তাতে মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ তাদের উদ্বেগের কথা জানিয়েছে।




মার্কিন সেনার অনুসন্ধান গবেষণাগারের ডক্টর রোন পোল্কাবিচ ও তার দল মাত্র তিন থেকে পাঁচ সেন্টিমিটার উচ্চতার দুটি ছোট বোরট বানিয়েছেন। রোবটগুলো তৈরি করতে লেড ডিরকোনিয়ম টাইটেনেট ব্যবহার করা হয়েছে।  পোল্কাবিচ জানিয়েছেন, তারা এই রোবট মাছিকে ওড়াতে সক্ষম হয়েছেন৷ সে কারণেই তারা নিশ্চিত এই আকারের রোবট উড়তে পারবে। যদি তাদের কথা সত্যি হয় তবে “বিজ্ঞান” রোবট আবিস্কারে আরও একধাপ এগিয়ে যাবে। এখন দেখার বাকি তাদের তৈরি রোবট সত্যি আকাশে উড়তে পারে কিনা।
ধন্যবাদ সবাইকে।

আবিষ্কার করা হলো নতুন প্রযুক্তির সোলার প্যানেল

আসসালামু আলাইকুম।কেমন আছেন বন্ধুরা সবাই।আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালই আছি। অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা একটি নতুন ধরনের সোলার প্যানাল আবিষ্কার করেছে যেটি প্রায় সর্বচ্চ ৪০% পর্যন্ত বিদ্যুৎ বেশি উৎপাদন করতে পারবে কোন সাধারণ অন্য যেকোনো সোলার প্যানাল থেকে।

এটি এখন পর্যন্ত আবিষ্কৃত সবথেকে আধুনিক সোলার প্যানাল। অন্যান্য সাধারণ সোলার প্যানালের মতো এটিও সূর্যের আলোর থেকে সরাসরি বিদ্যুৎ উৎপাদন করবে। পুরনো প্রযুক্তি সোলার প্যানেলের কিছু সমস্যা ছিল যেমন, এর সাথে যে ব্যাটারি ব্যাবহার করা হতো সেটি চার্জ হতে অনেক সময় ব্যয় করতো। আরেকটি সমস্যা হল এটি অপর্যাপ্ত বা কম সূর্যের আলোতে ঠিক মতো কাজ করতে পারত না।অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা এই বিষয় গুলো মাথায় রেখে কাজ করার চেষ্টা করেছে এবং যথেষ্ট সফলতাও পেয়েছে। নতুন প্রযুক্তির প্যানেল সাধারণ সোলার প্যানেলের মতো আপনার বাসার ছাদে বা ফাকা যায়গাতে স্থাপন করতে পারবেন। বৈদ্যুতিক চার্জ ধরে রাখার জন্য সাথে আছে নতুন প্রযুক্তি ব্যাটারি। আরেকটি আকর্ষণীয় সুবিধা হল এই প্যানেলের স্থাপনের খরচ আগের গুলোর থেকে তুলনা মূলক কম।সব পরিক্ষা নিরীক্ষা শেষ করার পরে আগামী বছরের মাঝামাঝি সময়ে এটি বাজারে আসতে পারে। এমনটিই জানিয়েছে বিজ্ঞানীরা।
ধন্যবাদ সবাইকে।

বিশ্বে প্রতিদিন ১৯.৯ বর্গ কিলোমিটার ফসলি জমি নষ্ট হচ্ছে লবণাক্ত হয়ে

আসসালামু আলাইকুম।কেমন আছেন বন্ধুরা সবাই।আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালই আছি। বিশ্বে প্রতিদিন নোনা লেগে ১৯.৯ বর্গ কিলোমিটার সেচজমি উর্বরতা হারাচ্ছে এবং ২০৫০ সালের মধ্যে এ কারণ খাদ্য ঘাটতি দেখা দিতে পারে। জাতিসংঘের এক সমীক্ষায় এ হুশিয়ারি উচ্চারণ করা হয়েছে। এতে বলা হয়েছে,   ১৯.৯ বর্গ কিলোমিটার সেচজমি প্রতিদিন নোনার কারণে নষ্ট হচ্ছে। গত ২০ বছর ধরে এ ধারা চলছে বলে জাতিসংঘ জানিয়েছে। এ সমীক্ষা চালিয়েছে জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের কানাডা ভিত্তিক ইন্সটিটিউট ফর ওয়াটার, এনভেরমেন্ট এবং হেলথ।

এতে ভবিষ্যতে ফসল উৎপাদন কমার পাশাপাশি স্বাস্থ্য সংকটও দেখা দেবে। ১৯৯০’এর দশকে চার কোটি ৫০ লাখ হেক্টর সেচজমি লবণাক্ত হয়ে নষ্ট হয়েছে। বর্তমানে এ পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ছয় কোটি ২০ লাখ হেক্টর। অর্থাৎ ফসলের উপযুক্ত বিশ্বের সেচজমির ২০ শতাংশ  এ নষ্ট হয়ে গেছে।

নিষ্কাশনের সুব্যবস্থা না করে পানিসেচ দেয়া হলে জমিতে লবণাক্তটা দেখা দেয়। গত বছর এ ভাবে যে পরিমাণ জমি নষ্ট হয়েছে তাতে আর্থিক ক্ষতি হয়েছে ২৭৩০ কোটি ডলার সমপরিমাণ। জাতিসংঘের সমীক্ষায় বলা হয়েছে গাঙ্গেয় অববাহিকায় ভাল জমিতে যে পরিমাণ তুলার ফলন হয় নোনা জমিতে তার পরিমাণ ৬৩ শতাংশ পর্যন্ত হ্রাস পেয়েছে। অন্যদিকে পাকিস্তানের সিন্ধু অববাহিকায় এ ভাব চালের উৎপাদন ৬৯ শতাংশ পর্যন্ত হ্রাস পেয়েছে।  এ ভাবে আমেরিকার কলোরাডো নদীর অববাহিকায় আর্থিক ক্ষতি পরিমাণ দাঁড়িয়েছে ৭৫ কোটি ডলার।২০৫০ সালে পৃথিবীর জনসংখ্যা নয়শ কোটি স্পর্শ করবে বলে হিসাব করা হয়েছে। সে সময়ে দানা শস্যের উৎপাদনের পরিমাণ ৫০ ভাগসহ খাদ্যশস্যের উৎপাদন বাড়াতে হবে ৭০ শতাংশ।
ধন্যবাদ।

বৃষ্টির হাত থেকে বাঁচতে অদৃশ্য ছাতা

আসসালামু আলাইকুম।কেমন আছেন বন্ধুরা সবাই।আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালই আছি। মেঘলা দিনে বাইরে বের হয়েছেন পথ চলতে চলতে হঠাৎ দেখলেন বৃষ্টি নামলো ঝুম ঝুম করে কিন্তু বৃষ্টির পানি আপনাকে ভেজাতে পারছে না। কি ভাবছেন এমনও আবার হয় না কি? হুম এবার সত্যি সত্যি এমন কিছু হবে।

কী ভাবে এটি সম্ভব
অচিরেই বাজারে আসছে চলেছে নতুন একধরণের ছাতা যার নাম দেয়া হয়েছে ‘অদৃশ্য ছাতা’। ছবিতে যেমনটি দেখতে পারছেন ঠিক তেমনি পাইপের মতো দেখতে এই ছাতার মাথায় কোনও ওয়াটারপ্রুফ প্লাস্টিক নেই। তা-ও হাতে এই পাইপ আকৃতির ছাতা থাকলে, বিন্দুমাত্র জল পড়বে না শরীরে। তবে কষ্টের ব্যাপার হলো এই ছাতাটি রোদের হাত থেকে আপনাকে বাঁচাতে পারবে না।

বিজ্ঞানীরা ছাতাটির নাম করন করেছে ‘এয়ার আমব্রেলা’ নামে। পাইপের মতো দেখতে এই ছাতার ওপরের অংশটি বড়। ছাতাটি হাওয়ার সাহায্যে আপনার ওপর কোনরকম পানি পড়তে দেবে না মানে ওপর থেকে যে বৃষ্টির পানি আপনার ওপরে পরবে সেটি এই হাওয়ার প্রেসার আপনার থেকে দূরে সরিয়ে দিবে যার কারনে এটির নাম দেয়া হয়েছে এয়ার আমব্রেলা। ছাতাটির একেবারে নীচে একটি সুইচ রয়েছে। এবং তার ওপর বসানো আছে কন্ট্রোলার,  লিথিয়ম ব্যাটারি এবং এয়ার প্রেশার দেবার জন্য ব্যাবহার করা হয়েছে ইলেক্ট্রিক মোটর।

এখন প্রশ্ন হচ্ছে কীভাবে এই ছাতাটি কাজ করবে?
আপনি যখন ছাতাটির মোটর চালু করবেন তখন এটি নীচ থেকে হাওয়া টেনে নিয়ে ওপরে পাঠাবে। ফলে এই হাওয়ার ধাক্কায় বৃষ্টির পানি আপনার ওপরে না পড়ে কিছুটা দূরে গিয়ে পড়বে। এয়ার আমব্রেলার তিনটি মডেল রয়েছে এবং একটি A যেটি ৩০ সেন্টিমিটার লম্বা এবং এর ব্যাটারি প্রায় ১৫ মিনিট পর্যন্ত চলবে। এয়ার আমব্রেলার আরও দুটি মডেল হচ্ছে যথাক্রমে B যেটি ৫০ সেন্টিমিটার লম্বা এবং এয়ার আমব্রেলা C যেটি কিনা ৮০ সেন্টিমিটার লম্বা। এই দু’টি ছাতার ব্যাটারি মিনিমাম ৩০ মিনিট পর্যন্ত চলবে।
ক্রাউড ফান্ডিংয়ের জন্য কিকস্টার্টার প্রোজেক্ট হিসেবে এটি শুরু করা হয়েছিল। প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ১০ হাজার ডলারের প্রয়োজন ছিল। তবে এই প্রকল্পটি এতটাই জনপ্রিয়তা অর্জন করে যে, লক্ষ্যমাত্রার ১০ গুণ বেশি ১,০২,২৪০ ডলার ফান্ড পাওয়া যায়। বর্তমানে এই ছাতাটিকে আরও উন্নত করার কাজ চলছে। আশা করা যাচ্ছে ২০১৫ সালের সেপ্টেম্বর থেকে এই ছাতার উৎপাদন শুরু হবে।
ধন্যবাদ সবাইকে।

Friday, December 19, 2014

হঠাৎ জ্ঞান হারানোর কারণ (প্রাথমিক চিকিতসা)


আসসালামু আলাইকুম।কেমন আছেন বন্ধুরা সবাই।আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালই আছি। হঠাৎ জ্ঞান হারানো সাধারণত ক্ষণস্থায়ী, যা হওয়ার প্রধান কারণ মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ কমে যাওয়া। কখনো কখনো এটা মারাত্মক কোন অসুখের কারণে হয়ে থাকে। এ জন্য হঠাৎ অজ্ঞান হলে তা অবহেলা না করে জরুরিভাবে নিতে হবে যতক্ষণ না এর কারণ জানা যায় এবং তার চিকিৎসা করা না হয়। তবে বারবার জ্ঞান হারালে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

হঠাৎ জ্ঞান হারানোর কারণ

১। নিউরোকার্ডিওজেনিকের ( রিফ্লেক্স বা ভেসোভেগাল ) সময় রক্ত চাপ কমে যায়। ফলে হঠাৎ ক্ষণিকের জন্য মস্তিষ্কে রক্ত সরবরাহ তথা অক্সিজেন কমে যাওয়ায় জ্ঞান হারিয়ে ফেলেন। এ ধরনের অবস্থা হয়ে থাকে যখন মানুষ

* হঠাৎ রক্ত দেখে ভয় পায়

*গরিলা হঠাৎ সামনে এসে মুখ ভেংচি দেয়

*নিজের কোন নিকট আত্মীয়ের মৃত্যু সংবাদ শুনলে

* অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে

* গরম ও বন্ধ স্থানে অনেকক্ষণ আটকা থাকলে

২। অকুপেশনাল- এ ধরনের অবস্থা শরীরের কিছু কাজের সময় হতে পারে। যেমন

*কাশি দেয়ার সময়

*মলত্যাগের সময়

*বেশি ওজন তোলার সময়

*হাঁচি দিলে

৩। স্থান পরিবর্তনে রক্তচাপ কমে যায়। কখনো কেউ বসা অথবা শোয়া অবস্থা থেকে হঠাৎ দাঁড়িয়ে যান, তখন জ্ঞান হারাতে পারেন। কারণ এই সময় রক্ত শরীরের ওপরের অংশ থেকে নিচে অর্থাৎ পায়ে চলে আসে কিন্তু স্নায়ুতন্ত্রের প্রভাবে যদি রক্তচাপ ঠিক না থাকে তখন মস্তিষ্কে রক্ত সরবরাহ কমে যায়। কারণ-

* শরীরে অত্যধিক পানিশূন্যতা, ফলে রক্তচাপ কমে যায়

*ডায়াবেটিস রোগের সঠিক চিকিৎসা না করলে বারবার প্রসাব হয়ে বা রক্তে সুগার বেশি থাকলে স্নায়ুর কার্জক্ষমতা হ্রাস পেলে

* কিছু কিছু ওষুধ যেমন- বেটা ব্লকার, মূত্রবৃদ্ধিকারী ওষুধ, অন্যান্য উচ্চ রক্তচাপের ওষুধ খেলে

* মদ পান করে জ্ঞান হারান

*পারকিনসন ডিজিজে স্নায়ুদুর্বলতায় রক্তচাপ কমে গেলে

* হঠাৎ মাথা একদিকে ঘুরালে, কলার বা টাই বেশি চেপে পরলে, অথবা শেভ করার সময় ঘাড়ে ক্যারোটিড সাইনাসে চাপ পড়লে ( ৫০ বছরের বেশি বয়সে পরুষের এটা হতে পারে।

তাছাড়া, হৃতপিন্ডের কারণেও জ্ঞান হারাতে পারেন যেমন- অনিয়মিত হৃদস্পন্দন, হার্টের ভাল্ব সরু হয়ে যাওয়া, উচ্চ রক্তচাপ বা হার্ট অ্যাটাক হলে।

হঠাৎ অজ্ঞান হওয়ার আগে কী কী লক্ষন দেখা যায়

* পা ভারী বোধ

* চোখে ঝাপসা দেখা

* গরম বোধ হওয়া

* মাথা ঘোরা ও মাথা পাতলা বোধ হওয়া

* বমির ভাব

* শরীর ঘেমে যাওয়া

* বমি ও হাই তোলা

কখন চিকিৎসকের কাছে যাবেন

জ্ঞান হারানোর আগে যদি বুকে ব্যথা হয়, বুক ধড়ফড় করে, অনিয়মিত হৃদস্পন্দন হয়-

* জ্ঞান হারিয়ে আঘাতপ্রাপ্ত হলে

* জ্ঞান হারানোর আগে প্রসাব বা পায়খানা জয়ে থাকলে

* হার্টের অসুখ থাকলে

* গর্ভবতী হলে

* বারবার জ্ঞান হারালে

* ডায়াবেটিস থাকলে

যখন জ্ঞান হারানোর আশঙ্কা দেখা দেয় তখন যা করবেন

* দাঁড়ানো অবস্থা থেকে বসে বা শুয়ে পড়ুন

* বসতে পারলে মাথাটা দুই হাঁটুর মাঝখানে রাখুন

* উঠে দাঁড়ানোর সময় প্রথমে শোয়া থেকে বসুন, বসা থেকে আস্তে আস্তে উঠুন

কাউকে অজ্ঞান হয়ে যেতে দেখলে যা করবেন

* মুখ ওপরের দিকে রেখে চিত করে শোয়ান

* এ অবস্থায় শ্বাস-প্রশ্বাস নিলে পা দুটি ওপরে তুলুন, যাতে হার্ট থেকে মস্তিষ্কে রক্তপ্রবাহ বৃদ্ধি পায়

* বেল্ট, টাই, কলার, আঁটসাঁট পোশাক ডিলা করুন

* অবস্থার উন্নতি হলে সাথে সাথে দাঁড় করাবেন না

* শ্বাসনালী বন্ধ কিনা দেখুন

* পড়ে যেয়ে কোথাও কেটে রক্তক্ষরণ হলে তা চাপ দিয়ে বন্ধ করুন

* দেরি না করে হাসপাতালে নিয়ে চিকিৎসকের সহায়তা নিন
ধন্যবাদ সবাইকে।

অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ অপারেটিং সিস্টেমের প্রথম আপডেট ছাড়তে যাচ্ছে গুগল


আসসালামু আলাইকুম।কেমন আছেন বন্ধুরা সবাই।আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালই আছি।অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ অপারেটিং সিস্টেমের প্রথম আপডেট ছাড়তে যাচ্ছে গুগল। আগামী বছরের শুরুতেই গুগল তাদের জনপ্রিয় অ্যান্ড্রয়েড সফটওয়্যারের সর্বশেষ সংস্করণ ললিপপের আপডেট ৫.১ উন্মুক্ত করবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট এক খবরে এ তথ্য জানিয়েছে।ললিপপের আপডেট সংস্করণে নোটিফিকেশন, সংযোগ প্রভৃতি বিষয়গুলোকে আরও উন্নত করবে গুগল। এ ছাড়াও বেশ কিছু বাগ বা সফটওয়্যার ত্রুটিও দূর হবে। ললিপপ ইনস্টলে ফোন থেকে সাইলেন্ট মোড ফিচারটি গায়েব হয়ে যায়। আপডেট সংস্করণে সেটিও ঠিক হয়ে যাবে।এ বছরের অক্টোবর মাসে অ্যান্ড্রয়েড ললিপপ উন্মুক্ত করার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছিল গুগল।
ধন্যবাদ সবাইকে।

শিখে নিন ভেজিটেবল স্যুপ বানানোর পদ্ধতি


আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা সবাই।আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালই আছি। শিখে নিন ভেজিটেবল স্যুপ বানানোর পদ্ধতি
উপকরণ : পালংশাক কুচি ১ কাপের ৩ ভাগের ১ ভাগ। টমেটো, মাঝারি ২টি। মাখন ৫ টেবিল-চামচ। গাজর, মাঝারি ২টি। পেঁয়াজ কুচি ১ কাপের ৪ ভাগের ১ ভাগ। আলু, মাঝারি ২টি। ময়দা ২ টেবিল-চামচ। চিনি আধা চা-চামচ। লবণ চা-চামচের সিকি চামচ গোলমরিচ গুঁড়া চা-চামচের সিকি চামচ। ধনেপাতা কুচি ২ টেবিল-চামচ।

প্রণালি : পালংশাক সিদ্ধ করে কুচি করুন। ফুটানো পানিতে টমেটো কয়েক মিনিট ফুটিয়ে খোসা ছাড়িয়ে টুকরা করুন। ৩ টেবিল-চামচ মাখনে গাজর ও পেঁয়াজ সামান্য ভেজে ৩ কাপ পানি ও আলু দিয়ে সেদ্ধ করুন। ২ টেবিল-চামচ মাখন গালিয়ে এর সঙ্গে ময়দা মেশান। পানিসহ সিদ্ধ সবজি দিয়ে নাড়ুন। ১৫ মিনিট জ্বাল দিন। গরম সুপে টমেটো ও পালংশাক দিন। কাঁটাচামচ দিয়ে সবজি ভেঙ্গে মেশান। মৃদুজ্বালে ৫ মিনিট সিদ্ধ করুন। নামিয়ে চিনি, লবণ, গোলমরিচ ও ধনেপাতা দিয়ে পরিবেশন করুন।
ধন্যবাদ সবাইকে।

বিশ্বের প্রথম সড়ক দুর্ঘটনা


আসসালামু আলাইকুম।কেমন আছেন বন্ধুরা সবাই।আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালই আছি।বিশ্বের  প্রথম মোটর দুর্ঘটনা ঘটে ১৮৬৯ সালে। এই দুর্ঘটনার শিকার হয়েছিলেন এক নারী বিজ্ঞানী যার নাম মেরি ওয়ার্ড। ইউরোপের বিখ্যাত এক বিজ্ঞানী পরিবারে জন্ম নেয়া এ নারী ছিলেন জন্মগতভাবেই একজন শিল্পী। কাঠকয়লা ও একটি আতস কাচ ব্যবহার করে পোকামাকড়ের ছবি নিখুঁতভাবে আঁকতেন তিনি। পরবর্তীতে মেরি তার আঁকা ছবিগুলো রয়্যাল অ্যাসট্রোনোমিক্যাল সোসাইটির কাছে পাঠান। সোসইটির খরচে সেসব ছবি নিয়ে একটি বই ছাপানো হয়। বইটি ১৮৮০ সালে পুনরায় মুদ্রনও হয়েছিল।

মেরির এক চাচাত ভাই সেসময় প্রথম দিককার বাষ্পচালিত অটোমোবইল তৈরি করেছিলেন। ভাইয়ের বানানো অটোমোবাইলে চড়ে খানিকটা বেড়িয়ে আসতে গিয়েছিলেন তিনি। কিন্তু চলতে শুরু করার কিছুক্ষণ পরেই বাঁক ঘোরার সময় উল্টে যায় গাড়ি আর মেরি গাড়ির চাকার তলায় চাপা পরে সঙ্গে সঙ্গে মারা যান। গাড়িটির ওজন ছিল ১৪ টনেরও বেশি।
ধন্যবাদ সবাইকে।

মায়ের জন্য টেন্ডুলকারের বই উপহার (মাকে আত্মজীবনী)


আসসালামু আলাইকুম।কেমন আছেন বন্ধুরা সবাই।আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালই আছি।এক আড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে উন্মোচন হলো শচীন টেন্ডুলকারের আত্মজীবনী প্লেয়িং ইট মাই ওয়ে। তবে উন্মোচনের আগেই আলোচিত বইটির প্রথম কপি মাকে উপহার দিয়েছেন ক্রিকেটে ১০০ সেঞ্চুরির মালিক।

মায়ের হাতে বই তুলে দেওয়ার পর টুইটারে একটি ছবি পোস্ট করেছেন টেন্ডুলকার। সেখানে লিখেছেন, ‘বইয়ের প্রথম কপি মাকে দিয়েছি। তাঁর চোখেমুখে ফুটে ওঠা গর্ব দেখা ছিল দুর্লভ এক মুহূর্ত!’ সন্ধ্যায় টেন্ডুলকারের বইয়ের মোড়ক উন্মোচনে উপস্থিত ছিলেন সুনীল গাভাস্কার, সৌরভ গাঙ্গুলী, রাহুল দ্রাবিড়, ভি ভি এস লক্ষ্মণের মতো ভারতীয় ক্রিকেট কিংবদন্তিরা।

এরই মধ্যে আলোচনার খোরাক জুগিয়েছে টেন্ডুলকারের আত্মজীবনী। এ বইয়ে ‘ব্যাটিং জিনিয়াস’ সাবেক ভারতের কোচ গ্রেগ চ্যাপেলকে ‘রিং মাস্টার’ বলে অভিহিত করেছেন। বইয়ে টেন্ডুলকারের দাবি, ২০০৭ বিশ্বকাপের মাস কয়েক আগে তাঁর বাড়িতে এসে দ্রাবিড়ের কাছ থেকে অধিনায়কত্ব নেওয়ার প্রস্তাব করেছিলেন চ্যাপেল। সাবেক অস্ট্রেলীয় অধিনায়ক অবশ্য টেন্ডুলকারের এ মন্তব্যকে ‘মিথ্যা’ বলে দাবি করেছেন।
ধন্যবাদ সবাইকে।

গাড়ির জন্য নতুন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ তৈরি করছে গুগল


আসসালামু আলাইকুম।কেমন আছেন বন্ধুরা সবাই।আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালই আছি।এবার গাড়িতে ব্যবহারে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নতুন একটি সংস্করণ তৈরি করছে গুগল। অ্যান্ড্রয়েড হচ্ছে জনপ্রিয় মোবাইল অপারেটিং সিস্টেম। বর্তমানে অপারেটিং সিস্টেমের বাজারের ৮৩ শতাংশেরও বেশি দখল করে রেখেছে অ্যান্ড্রয়েড।অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণটি সরাসরি গাড়িতে ব্যবহার করা যাবে। এতে চালক গাড়িতেই ইন্টারনেটের সব সুবিধা পাবেন এবং তাঁকে আলাদা করে গাড়ির সঙ্গে স্মার্টফোন প্লাগ ইন করতে হবে না। বার্তা সংস্থা রয়টার্স আজ এক খবরে এ তথ্য জানিয়েছে।

প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, গাড়ির জন্য বর্তমানে থাকা গুগলের অ্যান্ড্রয়েড অটো সফটওয়্যারের পরিবর্তে গাড়ির জন্য সরাসরি অ্যান্ড্রয়েড তৈরি করা একটি বড় ঘটনা। এখন গুগলের সফটওয়্যার গাড়িতে ব্যবহার করার জন্য গাড়ির সঙ্গে ফোন প্লাগ ইন করতে হয় এবং বিল্ট ইন একটি স্ক্রিন থেকে গান শোনা, ম্যাপ দেখা বা অন্য অ্যাপ্লিকেশন চালাতে হয়।নাম প্রকাশ না করার শর্তে গুগলের একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, নতুন অপারেটিং সিস্টেমটির নাম হতে পারে ‘অ্যান্ড্রয়েড এম’। গুগলের সর্বশেষ অপারেটিং সিস্টেমের নাম ললিপপ। এক বছরের মধ্যেই অ্যান্ড্রয়েড এম অপারেটিং সিস্টেমটি উন্মুক্ত করতে পারে গুগল। অবশ্য এ বিষয়টি নিয়ে গুগল আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি। প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, গুগল গাড়ির জন্য অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ আনতে সফল হলে তা গাড়ির বাজারে গুগলের ভিত্তিকে আরও মজবুত করবে। এ ছাড়া চালক গাড়ির এই অ্যান্ড্রয়েড ব্যবহার করে জিপিএস ব্যবহার, গাড়ির ক্যামেরা, সেন্সর প্রভৃতি থেকে নানা তথ্য সংগ্রহ করতে পারবেন। স্মার্টফোনের ব্যাটারি শেষ হয়ে গেলে যেমন গুগল সেবা বন্ধ হয়ে যায়, এ ক্ষেত্রে তা ঘটবে না।
ধন্যবাদ সবাইকে।

Thursday, December 18, 2014

প্রশ্রাবের সাথে রক্তক্ষরন দুশ্চিন্তার কারন ও হতে পারে


আসসালামু আলাইকুম ।কেমন আছেন বন্ধুরা সবাই।আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালই আছেন।
প্রস্রাবে রক্তের আভাস দেখতে পেলে অনেকেই দুশ্চিন্তাগ্রস্থ হন, তবে প্রস্রাবে রক্ত - যেটিকে হেমাচুরিয়া (hematuria) - সব সময়ে ভয়াবহ নয়। অধিক পরিশ্রমের ফলে বা কিছু কিছু ওষুধ খেলে (যেমন, অ্যাস্পিরিন) এটি দেখা দিতে পারে। বিশ্রাম করলে বা ওষুধ বন্ধ করলে চিকিৎসা ছাড়াই রক্ত বেরনো বন্ধ হয়। তবে ক্ষেত্র বিশেষে এর মূলে প্রস্রাব প্রণালীর কোনও কঠিন সমস্যা জড়িত থাকে। বৃক্ক (Kidneys), মূত্রনালী (Ureters), মূত্রাশয় (Bladder), বহির্মূত্রনালী (Urethra) এবং পুরুষদের প্রস্টেট গ্রন্থি সবই এই মূত্রপ্রণালীর অন্তর্গত।

প্রস্রাবে রক্তের পরিমান খুব অল্প হলে সেটা সাধারণ চোখে ধরা পড়ে না। পরিমান বেশি হলে প্রস্রাবের রঙ গোলাপী, লাল অথবা চা বা কোলার যে রঙ তা, ধারণ করতে পারে। সাধারণতঃ প্রস্রাবের রঙের পরিবর্তন হতে খুব বেশি রক্ত থাকার প্রয়োজন হয় না। সিকি চামচ রক্ত আধ লিটার প্রস্রাবকে রঙ-যুক্ত করতে পারে।রক্তে খুব অল্প পরিমাণ রক্ত থাকাটা অস্বাভাবিক অবস্থা নয়। একটি সুস্থ মানুষের প্রস্রাবের মধ্যে দিয়ে প্রায় দশ লক্ষ লোহিত রক্ত কণিকা দৈনিক নিসৃত হয়। হঠাৎ প্রচুর পরিমাণে রক্ত প্রস্রাবের মধ্যে দেখা দেওয়ার মূলে বিভিন্ন কারণ থাকতে পারে।মূত্রাশয়ের সংক্রমণ : এটি ঘটে যখন ব্যাক্টেরিয়া মূত্রনালীর মধ্যে দিয়ে মূত্রাশয়ে প্রবেশ করে এবং বংশবৃদ্ধি করে। এর ফলে বারবার প্রস্রাব পায়, প্রস্রাব করার সময়ে জ্বালা বা ব্যথা বোধ হয়। প্রস্রাবে দুর্গন্ধও দেখা দেয়। এই সংক্রমণে সাধারণতঃ প্রস্রাবে রক্ত দেখা দেয় না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা দিতে পারে।

বৃক্ক বা কিডনির সংক্রমণ : এর উপসর্গও মূত্রাশয়ের সংক্রমণের মতো, তবে সেইসঙ্গে জ্বর এবং কোমরের পেছনে ব্যথা হতে পারে।
মূত্রাশয় বা বৃক্কে পাথর : এই পাথরগুলি সৃষ্টি হলে এমনিতে কোনও ব্যথা হয় না। ব্যথা দেখা দেয় যখন এটি মূত্রপ্রণালীর কোথাও অবরোধ সৃষ্টি করে বা বেরোবার চেষ্টা করে। বৃক্কের পাথর বা কিড্নি স্টোন-এ তীব্র ব্যথা হয় এবং যথেষ্ট রক্তক্ষরণ হতে পারে।

পুরুষদের ক্ষেত্রে প্রস্টেট বৃদ্ধির ফলে (বিশেষতঃ পঞ্চাশোর্ধ ব্যক্তিদের) মূত্রনালীতে অবরোধ ঘটে এবং রক্তপাতের সম্ভাবনা দেখা দেয়। প্রস্টেট বড় হলে প্রস্রাব করতে অসুবিধা এবং বারংবার প্রস্রাব করার প্রয়োজন বোধ হয়। এছাড়া প্রস্টেটের সংক্রমণের (প্রস্টাইটিস) ফলেও প্রস্রাবে রক্ত দেখা দিতে পারে।

ক্যানসার: প্রস্রাবের রক্ত কিছু কিছু ক্ষেত্রে বৃক্ক, মূত্রাশয় বা প্রস্টেটের ক্যানসারের জন্য দেখা দেয়। এটি সাধারণতঃ ঘটে ক্যানসার যখন পরিণত অবস্থায় পৌঁছেছে। দুর্ভাগ্যবশতঃ, অনেক সময়ে ক্যানসারের প্রাথমিক অবস্থায় (যখন তাদের সারিয়ে তোলা সম্ভব) কোনও উপসর্গ দেখা যায় না, আয়।
কোনও কোনও বিশেষ ওষুধের প্রতিক্রিয়ার ফলেও রক্ত দেখা দিতে পারে। এই ওষুধগুলির মধ্যে রয়েছে পেনিসিলিন, অ্যাসপিরিন, হেপারিন, ক্যানসারের ওষুধ সাইক্লোফসমাইড (সাইটোক্সান), ইত্যাদি ওষুধ।
বৃক্কে আঘাত : কোনও কারণে বৃক্ক বা কিডনিতে আঘাতপ্রাপ্ত হলে প্রস্রাবে রক্ত বেরোতে পারে।অত্যাধিক পরিশ্রম বা এক্সারসাইজ করলেও প্রস্রাবে রক্ত দিতে পারে। যদিও বেশির ভাগ ক্ষেত্রেই প্রস্রাবে রক্ত বেরনো ভয়াবহ নয়, কিন্তু এটি হলে ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করাটা বিশেষ প্রয়োজনীয়। তবে প্রস্রাব লাল হবার যদি অন্য কোনও কারণ থাকে, যেমন, বিট্স, বেরি জাতিয় সব্জি বা ফল খাওয়া কিংবা কোনও বিশেষ জোলাপ (ল্যাক্সেটিভ) নেওয়া তাহলে দুশ্চিন্তাগ্রস্থ না হলেও চলে। তবে সাবধানের মার নেই।

পরীক্ষা :
সাধারণতঃ ডাক্তাররা শারীরিক পরীক্ষা ও রোগীর স্বাস্থ্যসংক্রান্ত খবরাখবর জেনে অন্যান্য কি পরীক্ষা করবেন স্থির করেন। প্রস্রাব ও রক্ত পরীক্ষা সবসময়েই করা হয়, কোনও সংক্রমণ হয়েছে কিনা দেখতে। শুধু একবার রক্ত বেরোলে গুরুতর কিছু হবার সম্ভাবনা কম। তবে ডাক্তাররা নিঃসন্দেহ হবার জন্য দুটি পরীক্ষা করতে পারেন:

সিস্টোস্কোপি: এটিতে ডাক্তার একটি ক্ষুদ্র ক্যামেরা মূত্রনালী দিয়ে ঢুকিয়ে মূত্রাশয় ও মূত্রণালীর ভেতরটা ভালো করে পরীক্ষা করেন কোনও অস্বাভাবিকত্ব আছে কিনা দেখতে।

মূত্রপ্রণালীর বিভিন্ন অংশের প্রতিবিম্ব বা ইমেজ দেখা: আল্ট্রা সাউণ্ড, কম্পিউটার টোমোগ্রাফি (সিটি স্ক্যান), এমআরআই, ইত্যাদির সাহায্যে এটি দেখা হয়।

এসব সত্যেও রক্তের উৎস নিঃসন্দেহ ভাবে জানা সম্ভব নাও হতে পারে। সুতরাং সেক্ষেত্রে ডাক্তাররা নিয়মিত অন্যান্য পরীক্ষার করার জন্য উপদেশ দিতে পারেন।

চিকিৎসা :
কি চিকিৎসা হবে বা আদৌ হবে কিনা সেটা নির্ভর করছে, রক্তের উৎস কি সেটা নির্ধারিত হলে।
মূত্রপ্রণালীর সংক্রমণ হলে ডাক্তাররা অ্যাণ্টিবায়োটিক দেবেন। বৃক্কে পাথর জমে থাকলে বেশি করে জল পান করতে যাতে প্রস্রাবের সঙ্গে সেটা বেরিয়ে যেতে পারে। না বেরোলে সার্জারির সাহায্যে সেটিকে বার করতে হয় বা অন্যান্য আধুনিক পদ্ধতি ব্যবহার করে পাথরটিকে ফাটিয়ে সেটিকে প্রস্রাবের সঙ্গে বার হতে পারার অবস্থায় নিয়ে আসা।প্রস্টেট বড় হওয়া: অনেক সময়ে ওষুধ ব্যবহার করে প্রস্টেটকে সঙ্কুচিত করা যায়। ওষুধে কাজ না হলে লেজার বা অন্য সার্জারি পদ্ধতি ব্যবহার করতে হয়।
বৃক্কের অসুখ: এর জন্য চিকিৎসার প্রয়োজন। সংক্রমণ যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করে বৃক্কের ধবংস রোধ করতে হয়।ক্যানসার : মূত্রাশয় ও বৃক্কের ক্ষেত্রে সাধারণতঃ সার্জারির সাহায্যে ক্যানসার-যুক্ত কোষগুলিকে বাদ দিতে হয়, কারণ এই জায়গার কোষগুলি রেডিয়েশন বা কিমোথেরাপি করে সেগুলি ধবংস করা সহজসাধ্য নয়। অনেক সময়ে পুরো মূত্রাশয় বাদ দেওয়া ছাড়া অন্য কোনও উপায় নাও থাকতে পারে। প্রস্টেটের ক্ষেত্রে রেডিয়েশন অনেক ক্ষেত্রে কার্যকরি হয়। সাধারণভাবে মূত্রপ্রণালীর সমস্যা কমানোর জন্য উচিত যথেষ্ট পরিমানে পানি খাওয়া, ধূমপান বন্ধ করা, দূষণযুক্ত স্থান থেকে যতটা সম্ভব দূরে থাকা, শাক-সব্জি ফল ইত্যাদি খাওয়া।
ধন্যবাদ সবাইকে।

ডাউনলোড করে নিন হুমায়ুন স্যার এর মিসির আলী কালেকশনের নয়টি ইবুক

আসসালামু আলাইকুম ।কেমন আছেন বন্ধুরা সবাই।আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালই আছেন। হুমায়ুন আহমেদ স্যার এর সরনে আজকের পোস্ট টি শুরু করছি।বই পরতে কার না ভাল লাগে বলুন। এর আগে হুমায়ুন আহমেদ স্যার এর হিমু কালেকশনের বই দিয়েছিলাম।আজ হুমায়ুন আহমেদ স্যার আমাদের মাঝে নেই। হুমায়ুন আহমেদ স্যার এর বইগুলো পরতে আমার খুবি ভাল লাগত। আজ আপনাদের হুমায়ুন আহমেদ স্যার এর মিসির আলী কালেকশনের নয়টি বই দিচ্ছি ডাউনলোড করে পড়ে দেখুন আশা অরি ভাল লাগবে।পড়ে জানাবেন কিন্তু কার কেমন লাগল। নিচে ডাউনলোড লিঙ্ক দিয়ে দিলাম ঝটপট পি ডি এফ ডাউনলোড করে নিন আর পড়া শুরু করে দিন এখনি।

ডাউনলোড করতে ছবির উপর ক্লিক করুন।





ডাউনলোড করতে ছবির উপর ক্লিক করুন।


http://downloads.ziddu.com/download/24231272/Baghbondi-Misir-Ali--2-by-Humayum-Ahmed2.pdf.html





ডাউনলোড করতে ছবির উপর ক্লিক করুন।

http://downloads.ziddu.com/download/24231281/Brihonnola-by-Humayun-Ahmed.pdf.html




ডাউনলোড করতে ছবির উপর ক্লিক করুন।

http://downloads.ziddu.com/download/24231307/Nishad-by-Humayun-Ahmed.pdf.html




ডাউনলোড করতে ছবির উপর ক্লিক করুন।

http://downloads.ziddu.com/download/24231325/Tondrabilas-by-Humayun-AhmedMisir-Ali.PDF.html




ডাউনলোড করতে ছবির উপর ক্লিক করুন।

http://downloads.ziddu.com/download/24231285/Misir-Ali-Unsolved-by-Humayun-AhmedNew-Book.2009.PDF.html




ডাউনলোড করতে ছবির উপর ক্লিক করুন।

http://downloads.ziddu.com/download/24231288/Misir-Alir-Amimangsito-Rahasya-by-Humayun-Ahmed1.pdf.html




ডাউনলোড করতে ছবির উপর ক্লিক করুন।

 http://adf.ly/vtRYk



ডাউনলোড করতে ছবির উপর ক্লিক করুন।

http://downloads.ziddu.com/download/24231255/Ami-ee-Misir-Ali-by-Humayun-Ahmed.pdf.html



ডাউনলোড করতে ছবির উপর ক্লিক করুন।

http://downloads.ziddu.com/download/24262019/r-Ali-Apni-Kothay-by-Humayun-AhmedNew-Book-2009.PDF.html




ধন্যবাদ সবাইকে।সবাই ভাল থাকবেন। ভাল লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না জেন।

Wednesday, December 17, 2014

ব্র্যাক বিশ্ববিদ্যালয় (ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর ২০১৪ অনুষ্ঠিত) পরীক্ষার ফলাফল দেয়া হয়েছে,আপনার ফলাফল দেখে নিন


আসসালামু আলাইকুম।কেমন আছেন বন্ধুরা সবাই।আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালই আছি। ব্র্যাক বিশ্ববিদ্যালয় (ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর ২০১৪ অনুষ্ঠিত) লিখিত পরীক্ষার ফলাফল দেয়া হয়েছে।ব্র্যাক বিশ্ববিদ্যালয় (ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর ২০১৪ অনুষ্ঠিত) পরীক্ষায় যে ছাত্র ছাত্রীরা অংশগ্রহন করেছিলেন আপনাদের ফলাফল দেখার জন্য  পি ডি এফ ডাউনলোড করে নিতে পারেন।
নিম্নে পি ডি এফ ফাইল ডাউনলোড এর লিঙ্ক দিয়ে দিলাম এখান থেকে ডাউনলোড করে নিন

ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন
ডাউনলোড লিঙ্কঃ

http://downloads.ziddu.com/download/24259752/Written-result-Spring2015-2nd-intake.rar.html
ধন্যবাদ সবাইকে।

জেমসের নতুন গানে ফেসবুকে,ইউটিউবে ঝড় তুলেছে (ভিডিও সহ)


আসসালামু আলাইকুম।কেমন আছেন বন্ধুরা সবাই।আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালই আছি।মুক্তির আগে এরই মধ্যে ইন্টারনেটে জমে উঠেছে ‘দেশা দ্য লিডার’। সম্প্রতি ইউটিউব এবং ফেসবুকে সিনেমার টাইটেল সংটি আপলোড করার পর পরই রিতিমতো হুলস্থূল পড়ে যায় সব ধরনের দর্শকের মধ্যে।‘আসছে দেশা আসছে’ শিরোনামের এই গানটির কণ্ঠ দিয়েছেন নগরবাউল খ্যাত ব্যান্ড তারকা জেমস। গানটির কথা, সুর ও সংগীত পরিচালনা করেছেন শফিক তুহিন।

গান প্রসঙ্গে তিনি বলেন, সত্যি আমি অভিভূত। এতো দ্রুত গানটি চারপাশে ছড়িয়ে পড়বে কল্পনাই করিনি। প্রতিনিয়ত দর্শকের সাধুবাদ পাচ্ছি এমনকি অডিও অঙ্গনেরও সবাই গানটির প্রশংসা করেছেন।বিশেষ করে গানের ভেতরের পতাকাটা খামচাতে কখনো আসে যদি, শকুন আর হায়েনার দল,সংগ্রামে সংগ্রামে রুখে দাঁড়াতেই হবে, সাহস বুকে অবিচল’- কথাগুলো অনেকের মুখে মুখে শোভা পাচ্ছে।এই গানের সঙ্গে পর্দায় দেখা যাবে নবাগত শিপন এবং মাহিকে। সেন্সর ছাড়পত্র পাওয়ার অপেক্ষায় থাকা ‘দেশা দ্য লিডার’ ছবিটি পরিচালনা করেছেন নবাগত সৈকত নাসির এবং প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া।
ধন্যবাদ সবাইকে।


 আসছে দেশা আসছে সময়টাকে পালটে দিতে
(দেশা দ্য লিডার)

Tuesday, December 16, 2014

আজকে শিখে নিন নতুনভাবে রান্না মুরগির নতুন এক পদ, লেমন চিকেন তৈরী করা


আসসালামু আলাইকুম।কেমন আছেন বন্ধুরা সবাই।আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালই আছি।মুরগির মাংস আমরা সবাই খেতে খুব পছন্দ করি। মুরগির যে কোনো ভাবেই রান্না করা হোক না কেন এর স্বাদ সকলেই বেশ পছন্দ করে থাকেন। মেহমান দারীতে মুরগির যেকোনো পদ রান্না ছাড়া আমাদের চলেই না, আর বাচ্চাদেরও খুব প্রিয় খাবার মুরগির মাংস। মুরগি অনেক ভাবেই রান্না করা যায়, আজকে শিখে নিন নতুনভাবে রান্না করার উপায়। চলুন আজ জেনে নেই মুরগির নতুন এক পদ, লেমন চিকেন।

যে উপকরন গুলো লাগবে

উপকরনঃ
@ ৩-৪ টি বড় মুরগির মাংসের টুকরা
@ ১ টি পেয়াজ বাটা
@ তেল ৪ টেবল চামচ
@ লেবু ২ টি
@ লবন স্বাদ মত
@ গোলমরিচ গুঁড়ো ১ চামচ
@ সয়াসস ২ টেবিল চামচ
@ আদা বাটা ২ টেবল চামচ
@ শুকনা মরিচ গুঁড়ো আধা চামচ
@ চিনি ২ চামচ

পদ্ধতিঃ
- মুরগির টুকরোগুলো ভালোমতো ধুয়ে নিন।
- গোলমরিচ গুঁড়ো, চিনি ও লেবুর রস দিয়ে ১ ঘণ্টা মেরিনেট করুন।
- প্যানে তেল দিয়ে তা গরম করুন তারপর পেয়াজ ও আদা বাটা দিয়ে দিন এর মাঝে শুকনা মরিচের গুড়া ও সয়াসস দিয়ে মেরিনেট করা চিকেন কষিয়ে নিন।
- কষানো চিকেনের উপর লেবুর রস দিয়ে দিন।
- অল্প আঁচে রাখুন
- চিকেন নরম হয়ে এলে নামিয়ে পরিবেশন করুন।
 - এবার খাওয়া সুরু করে দিন।
ধন্যবাদ।

ঝটপট ডিমের সালাদ বানিয়ে নিন


আসসালামু আলাইকুম।কেমন আছেন বন্ধুরা সবাই।আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালই আছি।ডিম পুষ্টিগুণে পরিপূর্ণ। মানুষের দেহের পুষ্টিপূরণে ডিমের তুলনা কেবল ডিমই। ডিমে আছে ভিটামিন, মিনারেল, উচ্চমানের প্রোটিন, চর্বি, ক্যালসিয়াম, আয়রন, পটাসিয়াম, জিঙ্ক, ম্যাঙ্গানিজসহ নানা পুষ্টিকর উপাদান। এ কারণে ডিমকে পৃথিবীর সবচেয়ে পুষ্টিকর খাবার বলা হয়ে থাকে। কিন্তু অনেক শিশু রয়েছে যারা এই পুষ্টিকর খাবারটি খেতে পছন্দ করে না। তাদের ঝটপট ডিমের সালাদ বানিয়ে খাওয়াতে পারেন। ডিমের সালাদ খেতে যেমন সুস্বাদু তেমনি পুষ্টিগুণে ভরপুর।

যা লাগবে: সিদ্ধ ডিম ২টি, ১টি টমেটো কুচি করে কাটা, ১টি পিঁয়াজ কুচি, ধনেপাতা কুচি ১টেবিল চামচ, লবণ স্বাদমতো, গোলমরিচ গুঁড়া ১চা চামচ, তেল ১টেবিল চামচ।
যেভাবে তৈরি করবেন: ডিমকে লম্বালম্বিভাবে চারটুকরো করে কেটে নিন। কড়াইতে ডিমের টুকরোগুলো স্যালোফ্রাই (অল্প তেলে ভেজে) করে নিন। এরপর তেল কড়া গরম করে টমেটো, পিঁয়াজ, লবণ, গোলমরিচ গুঁড়ো দিয়ে ভেজে নিন। প্লেটে ডিমের টুকরোগুলো রেখে চারপাশে টমেটো-পিঁয়াজ ভাজা ও ধনেপাতা কুচি, লেটুস পাতা কিংবা লেবু-শশার টুকরো দিয়ে পরিবেশন করুন।
ধন্যবাদ সবাইকে।

সামাজিক যোগাযোগের জন্য আসছে নতুন প্ল্যাটফর্ম বিজয়বুক


আসসালামু আলাইকুম।কেমন আছেন বন্ধুরা সবাই।আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালই আছি।সামাজিক যোগাযোগের জন্য আসছে নতুন প্ল্যাটফর্ম বিজয়বুক। বিশ্বব্যাপী সামাজিক যোগাযোগ ও মাইক্রো ব্লগিংয়ের জন্য ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে বিজয়বুক।মঙ্গলবার বিজয় দিবসে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে বিজয়বুক। এদিন নতুন এ সামাজিক যোগাযোগ মাধ্যমের আরো নতুন নতুন ফিচার উদ্বোধন করা হবে।

বিজয়বুকের প্রতিষ্ঠাতা ও হেড অব অপারেশন বিজয় দত্ত বলেন,সাইটটিতে ফেইসবুক-টুইটার মতো বৈচিত্রপূর্ণ ফিচার যুক্ত করা হবে। যেমন, মোবাইল বিজয়বুক, সার্চ, কেনাকাটা, বিনোদন ইত্যাদি।বাংলাদেশের ব্যবহারকারীরা সাইটিতে বেশি সুবিধা পাবেন বলে জানান বিজয় দত্ত।

ধন্যবাদ সবাইকে।

মঙ্গলে অক্সিজেন তৈরি করবে নাসা


আসসালামু আলাইকুম।কেমন আছেন বন্ধুরা সবাই।আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালই আছি।মঙ্গল গ্রহে মানব বসতি গড়ার পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে নাসা। মঙ্গলের কার্বন ডাই অক্সাইড থেকে অক্সিজেন তৈরির পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান দ্য ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা) মার্স অক্সিজেন আইএসআরইউ এক্সপেরিমেন্ট  (মক্সি) যন্ত্রের সাহায্যে মঙ্গলগ্রহে অক্সিজেন তৈরির পরিকল্পনা করা হয়েছে।


এ প্রসঙ্গে নাসার কর্মকর্তা উইলিয়াম এইচ গার্স্টেনমেয়ারের বরাতে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, মঙ্গলে উত্পাদিত অক্সিজেন দিয়ে রকেটের জ্বালানি তৈরি করা যাবে। এর মধ্য দিয়ে মঙ্গল থেকে পৃথিবীতে যাতায়াতও সহজ হয়ে যাবে। কারণ, মঙ্গল থেকে পৃথিবীতে ফিরে আসার নভোযানের জন্য পৃথিবী থেকে জ্বালানি নিয়ে যাওয়াটা অনেক বেশি ব্যয়বহুল। এ ছাড়া একদিন হয়তো মঙ্গলে উত্পাদিত অক্সিজেনের সাহায্যে শ্বাস-প্রশ্বাসও নিতে পারবেন ভবিষ্যতের নভোচারীরা।


মঙ্গলে অক্সিজেন তৈরির প্রকল্পের সঙ্গে যুক্ত আছেন এমআইটির গবেষক মাইকেল হেচেট। তিনি জানিয়েছেন, মঙ্গলে অক্সিজেন উত্পাদনের জন্য যে যন্ত্র তৈরি করা হয়েছে তা শুরুতে ঘণ্টায় এক আউন্সের তিন ভাগের একভাগ অক্সিজেন তৈরি করবে। পরীক্ষামূলকভাবে এই অক্সিজেন উত্পাদন প্রক্রিয়া সফল হলে পরবর্তী সময়ে অনেক বড় পরিসরে অক্সিজেন তৈরির প্রক্রিয়া শুরু করা হবে।
ধন্যবাদ সবাইকে।

গুগল নিয়ে মজার তথ্য গুলো যে নিন


আসসালামু আলাইকুম।কেমন আছেন বন্ধুরা সবাই।আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালই আছি।ইন্টারনেট ব্যবহারকারী মাত্রই গুগলের সঙ্গে পরিচিত। সার্চ, মেইল, বিজ্ঞাপন, ক্লাউডসহ নানা ধরনের সেবা দিচ্ছে গুগল। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউনটেইন ভিউ শহরে অবস্থিত গুগলের কার্যালয়। মানুষের কাছে তথ্য সহজলভ্য করতে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। ল্যারি পেজ ও সের্গেই ব্রিন ১৯৯৮ সালের ৪ সেপ্টেম্বর গুগল প্রতিষ্ঠা করেন।গুগল একসঙ্গে এত বিষয় নিয়ে কাজ করে যে সবকিছুর হিসাব রাখাই কঠিন। সম্প্রতি প্রশ্নোত্তরবিষয়ক ওয়েবসাইট কোরাতে প্রশ্ন করা হয়, গুগলের সবচেয়ে কৌতূহলোদ্দীপক কাজগুলো কী? কোরা ব্যবহারকারীরা এই প্রশ্নের মজার মজার উত্তর দিয়েছেন। ব্যবসা ও প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট বিজনেস ইনসাইডার এর মধ্যে আকর্ষণীয় ১০টি বিষয় নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

১. গুগলে যখন কোনো বিষয় সার্চ দেওয়া হয়, তখন আমরা খুব দ্রুত ফল দেখতে পাই। কিন্তু মজার বিষয় এই ফল দেখানোর আগে গুগল কমপক্ষে ২০০টি বিষয় বিবেচনা করে, তবেই তা প্রদর্শন করে।

২. গুগল ও গুগলের নামের আশপাশে থাকা অনেক ডোমেইন কিনে রেখেছে গুগল। গুগল লিখতে ভুল হলেও যে ডোমেইন নামগুলো পাওয়া যায়, তারও মালিক গুগল। যেমন গুওগল ডটকম, গগল ডটকম, গুগলার ডটকম প্রভৃতি। গুগল এমনকি ৪৬৬৪৫৩ ডোমেইনটিও নিয়ে রেখেছে।

৩. গুগলে প্রতি সেকেন্ডে ২০ লাখেরও বেশি সার্চ হয়।

৪. বিশ্বে লাখ লাখ মানুষের অবস্থার পরিবর্তন করে দিতে সক্ষম এমন কিছু ‘আজব’ প্রকল্প নিয়ে মাঠে নামে গুগল। যেমন গুগলের ‘লুন’ নামের একটি প্রকল্প। ইন্টারনেট সুবিধাবঞ্চিত এলাকায় বেলুনের সাহায্যে ইন্টারনেট সম্প্রসারণের একটি প্রকল্প। এ ছাড়া ক্ষুদ্রজনগোষ্ঠীর কাজে লাগে এমন প্রকল্প নিয়েও কাজ করতে দেখা যায় গুগলকে। যেমন ২০১২ সালে জি-মেইলে শেরকি ভাষা সুবিধা যুক্ত করে গুগল।

৫. ল্যারি পেজ ও সের্গেই ব্রিন মিলে ১৯৯৮ সালের আগস্ট মাসে প্রথম ডুডল তৈরি করেন। ‘তাঁরা অফিসের বাইরে আছেন এবং এ সময় কারিগরি কোনো ত্রুটির সমাধান করা যাবে না’—এই বার্তা ব্যবহারকারীদের কাছে পৌঁছানোর জন্য প্রথম ডুডলটি তৈরি হয়।

৬. গুগলের সার্চ ইনডেক্সের আকার ১০ কোটি গিগাবাইটেরও বেশি। কেউ যদি ব্যক্তিগতভাবে এই তথ্য জমা রাখতে চান, তবে তাঁর এক টেরাবাইট আকারের এক লাখ হার্ডড্রাইভের দরকার হবে।

৭. গুগল একমাত্র প্রতিষ্ঠান যে তার সার্চপেজে যত দ্রুত সম্ভব ফল প্রদর্শন করে ইন্টারনেট ব্যবহারকারীকে কম সময় ধরে রাখতে চায়।

৮. স্ট্রিট ভিউ ম্যাপের জন্য গুগল এখন পর্যন্ত ৫০ লাখ মাইল রাস্তার ছবি তুলেছে।

৯. শুধু এ বছর গুগল ২৪টি প্রতিষ্ঠানকে কিনে নিয়েছে। অর্থাত্ প্রতি মাসে গড়ে তিনটি প্রতিষ্ঠান কিনেছে গুগল।

১০. গুগলের ভিডিও সেবা ইউটিউবে প্রতি মাসে ৬০০ কোটি ঘণ্টারও বেশি ভিডিও দেখা হয় । অর্থাত্ যা বিশ্বের প্রত্যেক মানুষের মাসে এক ঘণ্টা করে ভিডিও দেখার মতো।
ধন্যবাদ সবাইকে।

ব্রণের দাগ দূর করতে প্রতিদিন রাতে পুদিনা পাতার রস অনেক উপকারী


আসসালামু আলাইকুম।কেমন আছেন বন্ধুরা সবাই।আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালই আছি।চীনকাল থেকেই ঔষধি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে পুদিনা। তাই খাদ্য হিসেবে পুদিনা আপাত অবহেলিত হলেও ওষুধ হিসেবে অবহেলিত নয় মোটেও! বরং যত দিন যাচ্ছে তত গবেষণা হচ্ছে পুদিনা ও পুদিনার মতো ভেষজ উদ্ভিদ নিয়ে, আর ততই মানুষ জানছে এসবের গুণাগুণ সম্পর্কে। আর তাই ব্যবহারের আগ্রহও তৈরি হচ্ছে নানা ভেষজ সম্পর্কে।

 শুধু খাবার আর ওষুধ হিসেবে নয়, রূপচর্চার উপাদান হিসেবেও পুদিনার রয়েছে যথেষ্ট অবদান। বিশেষ করে ব্রণের দাগ দূর করতে এর তুলনা নেই। কীভাবে ব্যবহার করবেন? জেনে নিন পদ্ধতিটি।ব্রণের দাগ দূর করতে প্রতিদিন রাতে পুদিনা পাতার রস আক্রান্ত স্থানে লাগান। সম্ভব হলে সারারাত রাখুন। নতুবা কমপক্ষে ২/৩ ঘণ্টা রাখুন। তারপর ধুয়ে ফেলুন। মাস খানেকের মাঝেই দাগ দূর হবে।
ধন্যবাদ সবাইকে।

সুস্বাদু মাশরুমের অজানা উপকারিতা জেনে নিন


আসসালামু আলাইকুম।কেমন আছেন বন্ধুরা সবাই।আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালই আছি।মাশরুম একটি অত্যন্ত স্বাস্থকর ও সুস্বাদু খাবার। দেহের ক্ষতিকারক ব্যাকটেরিয়া ও ভাইরাস দমনে এর জুড়ি নেই। নিরামিষভোজিদের জন্য মাশরুম একটা মজাদার খাবার। পাশাপাশি তা পাসতা, ওমলেট, বিফ রোল, চিকেন স্যান্ডউইচ কিংবা ফিশ ফ্রাইয়ে ব্যবহার করলে স্বাদের সঙ্গে বাড়ে খাবারের পুষ্টিগুণ। জেনে নেয়া যাক সুস্বাদু এই মাশরুমের অজানা সব পুষ্টিগুণ।

বিজ্ঞানীদের মতে, মাশরুম সম্পূর্ণরূপে চর্বিবিহীন, শর্করা কম এবং আঁশ বেশি থাকায় ডায়াবেটিক রোগীদের জন্য আদর্শ খাবার। মাশরুমে আছে শরীরের কোলেস্টেরল কমানোর অন্যতম উপাদান ইরিটাডেনিন, লোভাস্টটিন এবং এনটাডেনিন। তাই নিয়মিত মাশরুম খেলে হৃদরোগ ও উচ্চরক্তচাপ নিরাময় হয়। মাশরুম স্থূলতা কমাতেও সাহায্য করে। জন্ডিস, রক্তস্বল্পতা, ডেঙ্গুজ্বরেও মাশরুম উপকারী। মাশরুমে এমন কিছু উপাদান রয়েছে, যা ক্যান্সার, এইচআইভির মতো জীবনঘাতী রোধে কাজ করে। চিকিৎসার ক্ষেত্রে মাশরুম যেমন উপকারী, তেমনি উপকারী অর্থনৈতিক ক্ষেত্রেও।

মাশরুমে আছে প্রচুর ক্যালসিয়াম, আয়রন, পটাসিয়াম ও সেলেনিয়াম। সেলেনিয়াম উপাদানটি শুধু মাছেই পাওয়া যায়। যারা পুরোপুরি নিরামিষভোজি তারা মাশরুমের মাধ্যমে এই উপকারী উপাদানটি গ্রহণ করতে পারেন। মাশরুমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ‘বি’ যা খাদ্যকে গ্লুকোজে রূপান্তরিত করতে সাহায্য করে। আর গ্লুকোজ থেকেই তৈরি হয় আমাদের দেহের শক্তি। ভিটামিন ‘বি’ খাদ্যবিপাক প্রক্রিয়াকেও সক্রিয় করে।
ধন্যবাদ সবাইকে।

Sunday, December 14, 2014

পোশাক শরীরের নড়াচড়ায় রঙ বদলাতে সক্ষম


আসসালামু আলাইকুম।কেমন আছেন বন্ধুরা সবাই।আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালই আছি। কানাডার গবেষকেরা বিশেষ এক ধরনের প্রযুক্তি-পোশাক তৈরি করেছেন, যা পরার পর শরীরের যেকোনো নড়াচড়ায় রং বদলাতে সক্ষম। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি।
বাইরের তাপমাত্রার পার্থক্য অনুযায়ীও পোশাকটি রং বদলাতে সক্ষম। এ পোশাকের মাধ্যমে মুঠো ফোনেও চার্জ দেওয়া যাবে। গবেষকেরা পোশাকটি তৈরিতে বিশেষ এক ধরনের বৈদ্যুতিন তন্তু ব্যবহার করেছেন, যা শরীর থেকে তাপ শোষণ করে বিদ্যুৎ উৎপাদন করতে পারে। গবেষকেরা জানান, রং পরিবর্তনশীল প্রযুক্তি-পোশাক ও মুঠোফোন চার্জ করতে সক্ষম জামার গবেষণাকাজ চলছে। এ ধরনের প্রযুক্তি-পোশাক বাজারে আসতে আরো এক দশক লাগতে পারে।
কানাডার কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এই বিশেষ প্রযুক্তি-পোশাক নিয়ে গবেষণা করছেন। গবেষকদের ভাষ্য, বর্তমান সময়ে বাজারে প্রচলিত পোশাকের চেয়ে প্রযুক্তি-পোশাক হবে আরও উন্নত। বাইরের তাপমাত্রার পার্থক্য অনুযায়ী এ পোশাকের রং পরিবর্তিত হবে।গবেষকেরা জানান, বিশ্বের অনেক দেশেই এখন প্রযুক্তি-পোশাক নিয়ে গবেষণা চলছে। ক্রেতাদের আগ্রহ থাকলেও এই মুহূর্তেই বাজারে আসছে না পোশাকটি। এটি বাজারে আসতে এখনো ঢের দেরি বলেই জানিয়েছেন সংশ্লিষ্ট গবেষকেরা।

আইপি নাম্বার কি, কেন প্রয়োজন, কিভাবে পরিবর্তন করবেন

আসসালামু আলাইকুম।কেমন আছেন বন্ধুরা সবাই।আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায়  ভালই আছি।জেনে নিন আইপি নাম্বার কি, কেনো প্রয়োজন, কিভাবে পরিবর্তন করবেন ?
আইপি নাম্বার কি?
আইপি নাম্বার হল একটি সংখ্যাগত লেবেল যা কোন কম্পিউটার নেটওয়ার্কে যুক্ত প্রতিটি কৌশল বা ডিভাইসের জন্য নির্ধারিত যেখানে নেটওয়ার্কের নোড গুলো যোগাযোগের জন্য আইপি নাম্বার ব্যবহার করে । আইপি অ্যাড্রেসের প্রধান কাজ মুলত দুটি:হোস্ট অথবা নেটওয়ার্ক ইন্টারফেস সনাক্ত করা এবং অবস্থান খুজে বের করা। যেমন- 215.7.158.14 একটি আইপি নাম্বার।
আইপি নাম্বার কেন প্রয়োজন?
আইপি নাম্বার হল একটি হোম অ্যাড্রেস এর মত। ডাটা প্রেরণ এবং গ্রহন করার জন্য যেমনটি হোম অ্যাড্রেস প্রয়োজন। হোম অ্যাড্রেস এবং আইপি নাম্বার একই রকম কাজ করে থাকে। আইপি নাম্বার এর মাধ্যমে একটি কম্পিউটার যোগাযগের জন্য অন্য একটি কম্পিউটার এবং ইন্টারনেটে যুক্ত হয়। তাই যোগাযোগ বাবস্থা বযায় রাখার জন্য আইপি নাম্বার অবশ্যই প্রয়োজন।
আইপি নাম্বার এর ব্যাবহার:
আপনার আইপি নাম্বার এর মাধ্যমে নির্ণয় করা হয় আপনি কোন দেশ বা কোন যায়গা থেকে আপনার কম্পিউটার ব্যবহার করছেন। তাই সবধান ইন্টারনেটে কোন অপরাধ মূলক কাজ করা থেকে বিরত থাকুন।
তবে আপনি চাইলে খুব সহজে আপনার আইপি নাম্বার লুকিয়ে রাখতে অথবা পরিবর্তন করতে পারবেন, তাহলে কেউ আপনার অবস্থান সঠিক ভাবে বের করতে পারবে না।
কিভাবে আইপি নাম্বার লুকাবেন?
আইপি নাম্বার লুকাতে চাইলে আপনাকে একটি সফটওয়ার ব্যাবহার করতে হবে। তবে এধরনের সফটওয়ার আপনার কম্পিউটার এর জন্য ক্ষতিকারক হতে পারে।এক্ষেত্রে আপনি আইপি হাইডের জন্য Hide me ব্যবহার করতে পারেন।
কিভাবে আইপি নাম্বার পরিবরতন করবেন?
আইপি নাম্বার পরিবর্তন করার অনেক উপায় আছে তবে সব ক্ষেত্রে কাজ নাও হতে পারে। যদি আপনার আইপি নাম্বার স্থীর হয় তাহলে আপনাকে  আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা (ISP) এর সাথে যোগাযোগ করতে হবে। যদিও এটা অসম্ভব ব্যাপার তবে ব্যবসায়ের জন্য হয়ত দিতে পারে।  যাই হোক আপনি এ ভাবে একটু করে দেখুন কাজ হয়ে যেতে পারে। এটা শুধু মাত্র Windows 2000, XP, এবং 2003 এর জন্য।
১। ক্লিক স্টার্ট
২। ক্লিক রান
৩। লিখুন cmd এবং ওকে করুন (এখানে আপনাকে নির্দেশ করতে হবে)
৪। লিখুন ipconfig/relese এবং এন্টার চাপুন
৫। ক্লিক স্টার্ট, কন্ট্রোল প্যানেল, এবং  নেটওয়ার্ক কানেকশন ওপেন করুন
৬। লোকাল এরিয়া কানেকশন এ রাইট ক্লিক করুন, এবং প্রপারটিজ এ যান
৭। এখনে আইপি নাম্বার বা Internet Protocol (TCP/IP) এ দুবার ক্লিক করুন
৮। এখন এখানে আপনি আপনার পছন্দ মত আইপি নাম্বার বসিয়ে নিন
যেমন– ১২৩.১২৩.১২৩.১২৩
৯। এখন Tab চাপুন। তাহলে আপনার প্রবেশ করান নাম্বার গুলো ডিফল্ট হয়ে যাবে
১০। এবার দু যায়গাতেই ওকে চাপুন
১১। আবার লোকাল এরিয়া কানেকশন এ ক্লিক করে প্রপারটিজ এ যান
১২। এখনে আইপি নাম্বার বা Internet Protocol (TCP/IP) এ দুবার ক্লিক করুন
১৩। এখনে আইপি নাম্বারকে automatically কনফিগার করুন
১৪। এখন দু যায়গাতেই ওকে করুন
১৫। সবশেসে দেখুন আপনার আইপি নাম্বার আপনার পছন্দ মত হয়েছে কি না ?
এখানে দেখুন What Is My IP
ধন্যবাদ।

আপনি কি আপনার পেন ড্রাইভটা শধুমাত্র ডাটা আদান প্রদানের ক্ষেত্রে ব্যবহার করেন ? পেনড্রাইভ দিয়ে শুধু তথ্য আদান-প্রদানই নয়(বিস্তারিত)


আসসালামু আলাইকুম।কেমন আছেন বন্ধুরা সবাই।আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালই আছি। আপনি আপনার পেন ড্রাইভটা কি শধুমাত্র ডাটা আদান প্রদানের ক্ষেত্রে ব্যবহারের জন্য।

পেনড্রাইভ কি ?
পেনড্রাইভ একটি পোর্টেবল ইউএসবি মেমোরি ডিভাইস। এটি দিয়ে খুব দ্রুত ফাইল, অডিও, ভিডিও, সফটওয়্যার এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ট্রান্সফার করা যায়। এই ডিভাইসটি এতই ছোট যে, যেকেউ-ই পকেটে বা ব্যাগে করে সহজে বহন করতে পারেন এবং মূল্যবান তথ্য সবসময় পেনড্রাইভে রেখে ব্যবহার করে থাকেন।
পেনড্রাইভ বর্তমানে অনেকেই ব্যবহার করে থাকেন। আর এই পেনড্রাইভ দৈনন্দিন জীবনে একটি বড় অংশ হিসেবে কাজ করছে, যা আমাদের ছোট পোর্টেবল হার্ডডিস্কের সুবিধা দিয়ে থাকে। যারা নিয়মিত কম্পিউটার ব্যবহার করে থাকেন বা যাদের দরকারি ফাইল সবসময় প্রয়োজন হয় তাদের অনেকেই পেনড্রাইভ ব্যবহার করে থাকেন।কিন্তু পেনড্রাইভ দিয়ে শুধু তথ্য আদান-প্রদানই নয়, এর বাইরের অনেক কাজেও ব্যবহার করা যায়। তাই আজ পেনড্রাইভের নানাবিধ সুবিধা ও ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ।

পেনড্রাইভ দিয়ে লগইন-লগআউট :
ইউজার সিকিউরিটি বর্তমানে একটি প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে অনেকেই কম্পিউটারের লগইন পাসওয়ার্ডকে সিকিউর ভাবেন না, কারণ হ্যাকারদের কাছে কম্পিউটারের পাসওয়ার্ড বের করা তেমন কষ্টকর নয়। সেক্ষেত্রে পেনড্রাইভ দিয়ে এর সিকিউরিটি দেয়া সম্ভব। বর্তমানে অনেক ফ্ল্যাশড্রাইভ বা পেনড্রাইভের সঙ্গে সফটওয়্যার আসছে, যা দিয়ে লগইন-লগআউট অপশন সেট করা যায়। Blue Micro USB Flash Drive Logon এমন একটি থার্ড পার্টি সফটওয়্যার, যা আপনাকে ওপরের সুবিধাটি দিতে পারে। এই সফটওয়্যারের ব্যবহার দিয়ে আপনার পেনড্রাইভকে কম্পিউটারের জন্য একটি চাবি হিসেবে ব্যবহার করতে পারবেন। যেমন ধরুন আপনি কম্পিউটারে লগইন করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার নির্দিষ্ট পেনড্রাইভ ইউএসবি পোর্টে সংযোগ এবং কম্পিউটারে পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। পেনড্রাইভ ছাড়া কম্পিউটারে লগইন করতে পারবেন না। এই পদ্ধতি যেমনি সিকিউরিটি বাড়িয়েছে, তেমনি একটি সমস্যাও রয়েছে। কোনো কারণে পেনড্রাইভটি হারিয়ে গেলে আপনি নিজেই কম্পিউটারে লগইন করতে পারবেন না।

ক্যাশ বাড়াতে পেনড্রাইভ :
কিছু প্লাগইন আপনার কম্পিউটারের স্পিড বাড়াতে সক্ষম হবে। Windows Ready Boost নামে একটি ফিচার রয়েছে, যা উইন্ডোজ ভিসতাতে কাজ করে এবং উইন্ডোজ এক্সপির জন্য রয়েছে eBoostrer। অনেক ব্যবহারকারীর কম্পিউটারের র্যমের সাইজ কম থাকে। যার ফলে কম্পিউটারের স্পিড কমে যায়। কম্পিউটারের স্পিড বাড়ানোর জন্য পেনড্রাইভ ব্যবহার করতে পারেন। আপনার পেনড্রাইভটি ইউএসবি পোর্টে যুক্ত করুন। নরমাল কম্পিউটারে উইন্ডোজের মেমরির পেজ ফাইল সি ড্রাইভে সেভ হয়ে থাকে। আপনি তা পরিবর্তন করে পেনড্রাইভের লোকেশন দেখিয়ে দিতে পারেন। এতে পেজ ফাইলের স্টোরের সাইজের পরিমাণ বাড়বে।

এনক্রিপটেড ডাটা :
আপনার ব্যবহারের সব ফাইল, ফোল্ডারকে পেনড্রাইভে নিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং ভিন্ন পরিবেশের কম্পিউটারে ব্যবহার করছেন। অনেক সময় আপনার খুব পার্সোনাল ফাইল বা পাসওয়ার্ডগুলোর তথ্য পেনড্রাইভে থাকতে পারে। কিন্তু যদি কোনো কারণে পেনড্রাইভটি হারিয়ে যায়, তাহলে আপনার পার্সোনাল তথ্যগুলো অন্যের কাছে চলে যেতে পারে। এক্ষেত্রে আপনি আপনার পার্সোনাল ডাটাগুলোকে এনক্রিপটেড করে রাখতে পারেন। এনক্রিপটেড করার জন্য True Crypt, Dekart Private Disk Light টুলগুলো ব্যবহার করতে পারেন। এনক্রিপ্ট করার আগে এর ব্যবহারবিধি পড়ে নেবেন।

সিস্টেম অ্যাডমিনের ড্রাইভার :
অনেক সিস্টেম অ্যাডমিন রয়েছে, যাদের কম্পিউটারে নিয়মিত ড্রাইভার আপডেট বা ইনস্টল করতে হয়। সেক্ষেত্রে ড্রাইভারগুলোকে এক্সটারনাল হার্ডডিস্কে সেভ করে নিয়ে কাজ করে থাকেন অথবা সিডি বা ডিভিডিতে রাইট করে নিয়ে ব্যবহার করে থাকেন। কিন্তু ড্রাইভারগুলোকে পেনড্রাইভের একটি নির্দিষ্ট ফোল্ডারে রেখে ব্যবহার করা হয় তাহলে অনেক সুবিধা পাওয়া যাবে। যেমন : পেনড্রাইভ ওজনে হালকা হওয়াতে সব সময় এটি বহন করা যাবে এবং বিভিন্ন ড্রাইভের আপডেট বের হলে তা পেনড্রাইভে খুব সহজে আপডেট এবং ব্যবহার করা যাবে।

পোর্টেবল অপারেটিং সিস্টেম :
বর্তমানে পোর্টেবল অ্যাপ্লিকেশনের পাশাপাশি পোর্টেবল অপারেটিং সিস্টেম বের হয়েছে। অনেকেই আছেন, যারা উইন্ডোজ অপারেটিং সিস্টেমের পাশাপাশি লিনআক্স ব্যবহার করতে চাচ্ছেন, কিন্তু পার্টিশনের ভয়ে লিনআক্স ব্যবহার করতে পারছেন না। সেক্ষেত্রে পেনড্রাইভে পোর্টেবল লিনআক্সকে নিয়ে খুব সহজে ব্যবহার করতে পারেন। আপনার কম্পিউটারের প্রয়োজনীয় ফাইলগুলোকে পোর্টেবল অপারেটিং সিস্টেম দিয়ে ব্যবহার করতে পারবেন।
অনেক ক্ষেত্রে দেখা যায়, ভিন্ন পরিবেশে কম্পিউটার ব্যবহার করতে গেলে কম্পিউটারের ব্যবহারবিধির ওপর অনেক রেস্ট্রিকশন থাকে। সেক্ষেত্রে পোর্টেবল অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারেন। এতে আপনাকে কোনো রেস্ট্রিকশনের ভেতর থাকতে হবে না। কোনো বন্ধুর কম্পিউটার ব্যবহার করতে চাচ্ছেন, কিন্তু তার কম্পিউটারটি ভাইরাসে আক্রান্ত, সেক্ষেত্রে পোর্টেবল অপারেটিং সিস্টেম দিয়ে আপনি কম্পিউটারটি ব্যবহার করতে পারবেন এবং আপনার বন্ধুর কম্পিউটারের ভাইরাসগুলোকে রিমুভ করতে পারবেন। বেশ কিছু পোর্টেবল অপারেটিং সিস্টেম হচ্ছে Knoppix, DamnSmall Linux, Puppy Linux, Linux Mint ইত্যাদি।

রিকোভারি এনভায়রনমেন্ট :
উইন্ডোজ এক্সপি অনেকেই ব্যবহার করেন কিন্তু ভাইরাসের কারণে অনেক সময় ফাইল মিসিং হয় এবং ফাইল বা ডিএলএল মিসিংয়ের কারণে অনেক সময় কম্পিউটার অন হয় না। সেক্ষেত্রে নতুন করে উইন্ডোজ সেটআপ দিয়ে থাকেন। কিন্তু পেনড্রাইভ দিয়ে আপনি এ সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। উইন্ডোজ এক্সপির রিকোভারি করার ফাইলগুলো পেনড্রাইভে নিয়ে খুব সহজে এক্সপি রিকোভারি অপশন থেকে রিকোভার করে নিতে পারেন। Bartpe এমন একটি গ্রাফিক্যাল রিকোভারি টুল।
ধন্যবাদ ।

যৌনজীবন বিপর্যস্ত করে দেয় পর্ন সিনেমা


আসসালামু আলাইকুম।কেমন আছেন বন্ধুরা সবাই।আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালই আছি।নতুন এক গবেষণায় বলা হয়েছে, যারা নিয়মিত পর্ন সিনেমা দেখেন বাস্তবে যৌনজীবনে তারা মোটেও সুখ উপভোগ করেন না। এরা পর্ন সিনেমা না দেখে উত্তেজিত হতে পারেন না।
ইউনিভার্সিটি অব আরকানসাস এর মনোবিজ্ঞানের অ্যাসোসিয়েট প্রফেসর অ্যানা ব্রিজেস এই গবেষণাটি করেছেন। তিনি বলেন, পর্ন সিনেমায় যে সব দেখেন, বাস্তবে তা করতে অনেকেই যৌনজীবনকে বিপর্যস্ত করেন তোলেন। এসব কাজ মূলত বিনোদনের একটি উপায় বলে মনে করা হয়। মোরালিটি ইন মিডিয়া এর প্রেসিডেন্ট প্যাট্রিক ট্রুম্যান বলেন, এ ধরনের সিনেমা মানুষের যৌনজীবনে স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে এবং সরকারের সচেতনতা তৈরির জন্য পদক্ষেপ গ্রহণ করা উচিত।গবেষণায় দেখানো হয়, কয়েক সপ্তাহ বা কয়েক দিন টানা পর্ন সিনেমা দেখলে যৌনতা নিয়ে উত্তেজনায় কাটে এবং নিজের যৌনজীবনে তা প্রয়োগের চেষ্টা করেন।
ধন্যবাদ সবাইকে।ভাল থাকবেন সবাই।

শীতে ত্বকের যত্নে কিছু প্রয়োজনীয় টিপস


আসসালামু আলাইকুম।কেমন আছেন বন্ধুরা সবাই।আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালই আছি। প্রকৃতির গায়ে ভর করে চলে আসলো শীতের আমেজ৷ আর শীতকাল হল সাজসজ্জার জন্য বেশ আরামদায়ক একটা সময় হলেও শীতের মিষ্টি রোদও ত্বককে পুড়িয়ে দেয় খুব তাড়াতাড়ি।তাই বলা হয় শীত হলো সাজের শত্রু! আর তাই এই সময়ে ফিটফাট থাকা ভীষণ জরুরি৷ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি আমাদের ত্বকে একটা লালচে ভাব আসে। তাই আবহাওয়ার সঙ্গে তাল মিলিয়ে আর ত্বক ভাল রাখতে এই শীতে প্রয়োজন একটু বাড়তি রূপচর্চা।

শীতে ত্বকের যত্নে কিছু  টিপস-
১। পরিচ্ছন্নতা: শীতকালে ত্বক সজীব রাখার মূল মন্ত্রই হল নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। শীতকালে বাতাসে জলীয় বাস্পের পরিমাণ কমে যাওয়ায় আবহাওয়া হঠাৎ শুষ্ক হয়ে যায়। অন্যদিকে বাতাসে ধূলিকণার পরিমাণও বেড়ে যায়। তাই শুষ্ক ত্বকের যত্নের প্রথম ধাপই হল পরিচ্ছন্নতা।শীতকালে শুষ্ক আবহাওয়ায় ত্বকে টান পড়ে,যার ফলে কমবেশি আমরা সবাই শরীরে ময়েশ্চরাইজার লাগাই। যার কারণে আমাদের শরীরে ধুলোবালি বেশি জমে। তাই শীতে একটি দিনও গোসল করা বাদ দেবেন না। এতে শরীর আরও শুকিয়ে যাবে। দরকার হলে হালকা গরম জলে গোসল করুন প্রতিদিন।

২। কনুই, গোড়ালির বিশেষ যত্ন: শুষ্ক গোড়ালি কনুইয়ের জন্য এই সময় খুব ভালো ঘরোয়া পদ্ধতি। এক টুকরো লেবুর সঙ্গে চিনি লাগিয়ে কিছুক্ষণ কনুইতে ঘষুন। কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন।

৩। ময়েশ্চারাইজিং: এই সময় ময়েশ্চারাইজিং ভীষণভাবে জরুরি। গোসলের জলে কয়েক ফোঁটা গ্লিসারিন ফেলে দিয়ে সেই জলে গোসল করলে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে। গোসলের পর হাত, মুখ ধোওয়ার পর ভালো করে হালকা কোনো ময়েশ্চারাইজার মুখে, হাতে পায়ে লাগান। ভারি ময়েশ্চারাইজার লাগিয়ে বাইরে বেরোবেন না। এতে ধুলো ময়লা গায়ে বসে যাবে।


৪। মেক আপ: যেহেতু শীতের সময় মেক আপ নষ্ট হয় না তাই সারাদিন মেকআপ করে থাকা যায়। সবসময় ক্রিম বেসড মেকআপ লাগান মুখে। না হলে ত্বকের সমস্যা দেখা দেবে। লিপস্টিক লাগালে সেটাও যেন ক্রিম বেসড হয়। না হলে শুষ্ক ত্বকের সমস্যা আরও বাড়বে।

৫। পানি: শরীর ভিতর থেকে শুকিয়ে গেলেই তার প্রভাব বাইরে পড়ে। তাই শুষ্ক ত্বকের সমস্যা দূরে রাখতে প্রচুর পরিমাণে পানি পান করুন।
৬। খাওয়া দাওয়া: সঠিক খাওয়া দাওয়া ত্বক ভালো রাখতে খুবই জরুরি। প্রচুর পরিমাণে শীতকালীন ফল ও শাক সবজি খান।

 ধন্যবাদ।

সন্তান গ্রহণের আগে যে বিষয় গুলো বিবেচনা করতে হবে


আসসালামু আলাইকুম।কেমন আছেন বন্ধুরা সবাই।আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালই আছি।সন্তান গ্রহণ কোনো সহজ বিষয় নয়। এজন্য পিতামাতার আগে থেকেই শারীরিক ও মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখা উচিত।সন্তান যেন পৃথিবীতে এসে বিপদের মুখোমুখি না হয়, সেজন্য আর্থিক বিষয়সহ নানা বিষয় নিশ্চিত হয়ে তবেই সন্তান নেওয়ার সিদ্ধান্ত নিতে হবে।

১। মনে রাখতে হবে সন্তান গ্রহণ ব্যয়বহুল
একজন সন্তান গ্রহণ মানেও বহু বাড়তি খরচের বোঝা। আর তাই সন্তান গ্রহণের আগে এ বাড়তি খরচের বিষয়টি সবারই মাথায় রাখা উচিত। সন্তান জন্ম দেওয়ার আগে থেকেই শুরু হবে এ খরচের পালা। তারপর সন্তানের বয়স কমপক্ষে ১৮ বছর হওয়া পর্যন্ত এ খরচ দিতে আপনি বাধ্য।

২। সন্তানের প্রথম বছরের বাজেট
সন্তান গ্রহণের আগেই প্রথম বছরের বাজেট সম্পর্কে ধারণা করে নেওয়া উচিত। আপনি যদি প্রথমবার সন্তান নিতে চান তাহলে অভিজ্ঞদের কাছ থেকে খরচের বিস্তারিত জেনে নিন। সন্তান নেওয়ার আগেই আপনার বার্ষিক আয় সম্পর্কে স্পষ্ট ধারণা নিন এবং সে অনুযায়ী ব্যবস্থা নিন। যদি আপনার আয়ের তুলনায় ব্যয় বেশি হয় তাহলে ব্যয় কমানোর কিংবা আয় বাড়ানোর ব্যবস্থা করুন।

৩। দেখাশোনার ব্যবস্থা
সন্তান জন্মের প্রথম কয়েক বছর ২৪ ঘণ্টা নজরদারি করতে হয়। এ কারণে সন্তানের দেখাশোনার ব্যবস্থা আগেই ভেবে রাখতে হবে। পিতা কিংবা মাতার মধ্যে একজনকে সন্তানের সঙ্গে সব সময় বাসায় থাকা উচিত। সেটা সম্ভব না হলে পরিবারের কোনো জ্যেষ্ঠ ব্যক্তি বা টাকা খরচ করে কোনো বেবিসিটার নেওয়া যেতে পারে। আপনি যদি কর্মজীবী হন এবং সন্তান নিতে চান তাহলে আপনার প্রতিষ্ঠান থেকে কতোদিন ছুটি পাওয়া যাবে, সে সময় বেতন-ভাতা কেমন হবে, এসব বিষয় আগেই নিশ্চিত হয়ে নিন।

৪। জরুরি তহবিল গড়ুন
আপনার সন্তান থাকলে আগের তুলনায় দায়িত্ব অনেক বাড়বে। আর যে কোনো জরুরি পরিস্থিতি সামলানোর জন্য একটা তহবিল তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিকিৎসাজনিত কোনো জরুরি পরিস্থিতি বা শিক্ষা সম্পর্কিত সমস্যা সমাধানের জন্য এ তহবিল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ জরুরি তহবিলের আকার হতে পারে আপনার ছয় মাসের আয়ের সমান।

৫। লাইফ ইন্স্যুরেন্স করুন
আপনার অবর্তমানে সন্তানের দেখাশোনা বা তার আর্থিক খরচ মেটানোর বিষয় নিয়ে ভেবেছেন কি? এজন্য সহজ একটি উপায় হলো লাইফ ইন্স্যুরেন্স করে রাখা। আপনার জীবনের বা গুরুত্বপূর্ণ অঙ্গের কোনো ক্ষতি হলে ইন্সুরেন্স কোম্পানি আর্থিকভাবে সাহায্য করবে।

৬। সন্তানের শিক্ষা
আপনার সন্তান অশিক্ষিত হোক, তা নিশ্চয়ই চান না। শিক্ষা ক্রমে ব্যয়বহুল হয়ে উঠছে। আর তাই দায়িত্বশীল ব্যক্তি হিসেবে সন্তানের শিক্ষার জন্য কোনো একটা ব্যবস্থা অবশ্যই করে রাখা উচিত। এজন্য সামান্য করে টাকা জমানো শুরু করতে পারেন সন্তান জন্মের সময় থেকেই।
ধন্যবাদ।

হোয়াটসঅ্যাপকে অনুসরণ করছে গুগলের হ্যাংআউট


আসসালামু আলাইকুম।কেমন আছেন বন্ধুরা সবাই।আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালই আছি।গুগল আপডেট করলো তাদের হ্যাংআউট অ্যাপ৷ নয়া এই আপডেটে যোগ হচ্ছে লাস্ট সিন ভিডিও ফিল্টার মত নয়া বৈশিষ্ট্যগুলিকে। এখানেই শেষ নয়, নয়া আপডেটে হ্যাৎআউটে যোগ হচ্ছে বেশ কিছু স্টিকার প্যাক৷।নয়া আপডেটের ফলে এবার থেকে ব্যবহারকারীরা ভিডিও ফিল্টার করতে পারবেন বলে জানা গেছে৷ অর্থাৎ, কোন ধরনের ভিডিও আপনি দেখতে পছন্দ করেন, তা আগে থেকে সংরক্ষণ করে রাখার অপশন পাবেন। এছাড়াও যোগ হচ্ছে লাস্ট সিন এই অপশনটি৷ আপনি শেষবার কখন অনলাইন ছিলেন, জানান দেবে এই অ্যাপটি। লাস্ট সিন বৈশিষ্টটি অনেকদিন ধরেই হোয়াটসঅ্যাপে আছে। নতুন আপডেটটি শুধুমাত্র অ্যান্ড্রয়েডের ইউজারদের জন্য করা হয়েছে। খুব তাড়াতাড়ি IOS-এর ক্ষেত্রে এই আপডেট করা হবে বলে জানানো হয়েছে গুগলের পক্ষ থেকে।
ধন্যবাদ সবাইকে।

জেনে নিন দাঁতের যত্নে কিছু গুরুত্ত্বপূর্ণ অজানা টিপস


আসসালামু আলাইকুম।কেমন আছেন বন্ধুরা সবাই।আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালই আছি।স্বাস্থ্য রক্ষা ছাড়াও সৌন্দর্য ফুটিয়ে তুলতে দাঁতের ভুমিকা বেশ গুরুত্বপূর্ণ। হাসলে যাতে আপনাকে সুন্দর দেখায় তার জন্য দাঁতের যত্ন নেয়া একান্ত জরুরি।কে-না শুনতে চায়- ‘আপনার হাসিতে মুক্তা ঝরে’। কিন্তু ‘মুক্তাঝরা হাসি’ কি অনায়াসে মেলে? না, এমন হাসি পেতে হলে চাই সুন্দর দাঁত। আপনার সৌন্দর্য ফুটিয়ে তুলতে দাঁতের গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে। তাই দাঁতের যত্ন নেয়া একান্ত প্রয়োজন। পানির সমস্যাসহ নানা কারণে অনেকেই দাঁতের সমস্যায় ভুগছেন। দাঁতের যত্ন নিতে তাই জেনে নিন অজানা কিছু টিপস। তাই দাঁতের যত্ন নিন নিজের ঘরে বসেই।

লেবু বা টক জাতীয় খাবার যদিও দাঁতের পক্ষে ভালো। কিন্তু অতিরিক্ত পরিমাণে খেলে তা দাঁতের পক্ষে মারাত্মক ক্ষতি করতে পারে। দাঁতের এনামেল নষ্ট হয়ে যাওয়ার প্রবল আশঙ্কা থাকে। কারণ টক জাতীয় ফল থেকে অনেক পরিমাণের পানি বেরোয় এবং অ্যাসিড জাতীয় দ্রব্যও থাকে। তাতে দাঁতের ভেতরের অংশ নরম হয়ে যায় এবং দাঁতের ভীষণ ক্ষতি করে।তবে আপনি যদি টক জাতীয় খাবার খেতে ভালোবাসেন তাহলে সেটা খাবার পর একটু চিজ কামড়ে নিন বা খেতেও পারেন। চিজ অ্যাসিডের মান কমিয়ে দেয় ও দাঁতের সুরক্ষা দেয়।

খুব শক্ত খাবার বা আলমন্ড কম খান। শরীরের পক্ষে ভালো হলেও আলমন্ড খুব শক্ত হবার কারণে দাঁতের শিরায় চিড় বা ভাঙন ধরায় এবং খুব স্বভাবিকভাবেই দাঁতের ক্ষতি করে।
এনার্জি ড্রিঙ্ক, বা খুব মিষ্টি সংমিশ্রিত পানীয় বর্জন করুন। এতে দাঁতের ভীষণ ক্ষতি হয়।

বিশেষ আট টি  টিপসঃ
১। প্রতিদিন দুই বার ব্রাশ দাত করুন,ঘুম থেকে জেগে এবং রাতে ঘুমানোর আগে।
২। ভাল মানের পেস্ট ও ব্রাশ ব্যবহার করুন।
৩। খাবার পর ভাল করে দাত পরিস্কার করুন।
৪। ধুম্পান থেকে বিরত থাকুন।
৫ ভাল মাপের দাতের ডাক্তারের সাথে পরামরশ করুন।
৬। সাস্থকর খাবার খান।
৭। অনেকদিন ধরে একই ব্রাশ ব্যবহার করবেন না, ব্রাশ বদলান।
৮। সুতো দিয়ে দাত পরিস্কার করবেন না।

এভাবেই মেনে চলুন টিপসগুলো আর নিজের দাঁত তথা নিজেকে সুন্দর রাখুন। এবং হাসুন প্রত্যয়ের হাসি।
ধন্যবাদ সবাইকে।

আসছে পুরুষদের জন্য জন্মনিরোধক ভেষজ ট্যাবলেট পুরুষের জন্মনিরোধক পিল


আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই। আশা করি সবাই ভালই আছেন।এতদিন মহিলাদের গর্ভনিরোধক পিলের কথা শুনেছেন এবং এটা ইতিমধ্যে ব্যবহার ও হচ্ছে।জন্ম নিয়ন্ত্রণে শুধু নারীল পিল খাওয়ার দিন বোধ হয় শেষ হয়ে এলো! কারণ, এবার বিজ্ঞানীরা উদ্ভাবন করেছেন পুরুষের জন্য জন্ম নিয়ন্ত্রণ পিল। সম্প্রতি গবেষকরা এমন একটি ভেষজ জন্মনিরোধক পিল তৈরি করেছেন, যা বাস্তবে ৯৯ শতাংশ কার্যকর হবে, দাবি করেছেন তারা। গবেষকদের বক্তব্য, এই পিলের সাহায্যে স্পার্মের মধ্যে যে এনজাইম রয়েছে, তা দুর্বল হয়ে যাবে। এর ফলে মহিলারা অন্তঃস্বত্ত্বা হয়ে পড়বেন না।

পাপুয়া দ্বীপের আদিবাসী পুরুষরা জন্ম নিয়ন্ত্রণের জন্য এ গাছ চায়ের সঙ্গে সিদ্ধ করে খেয়ে থাকে এমন তথ্য পেয়ে দেশটির এয়ারলাঙ্গা ইউনিভার্সিটির অধ্যাপক বামবাং প্রাজোগো ১৯৮৫ সালে এ নিয়ে গবেষণা শুরু করেন। ৩০ বছর পরীক্ষা-নিরীক্ষার পর এ পিল তৈরি করেন। ৩৫০ পুরুষের পরীক্ষমূলক ব্যবহারে এর গর্ভনিরোধক ক্ষমতা প্রমাণিত হয়েছে।গবেষকরা জানান, এ গাছে এমন উপাদান রয়েছে, যা শুক্রাণুর ৩টি গুরুত্বপূর্ণ এনজাইমকে দুর্বল করে দেয়। ফলে তা ডিম্বাণুর সঙ্গে নিষিক্ত হতে পারে না। অবশ্য এতে শুক্রাণুর মান বা পরিমাণে কোনো প্রভাব পড়ে না। কিছুটা পার্শ্বপ্রতিক্রিয়া থাকলেও এক মাসের মধ্যেই শুক্রাণু আগের অবস্থায় ফিরে আসে।

অধ্যাপক বামবাং এখন এ পিলের এমন ডোজ তৈরির চেষ্টা করছেন, যা যৌন মিলনের এক ঘণ্টা আগে খাওয়া যাবে। পিল সেবনে পুরুষদের ওজন বৃদ্ধি এবং এনজাইম দুর্বল হতে দেখা গেলেও নারীদের পিলের মতো বড় ধরনের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া এক্ষেত্রে দেখা যায়নি।ইতিমধ্যে বিশ্বের বড় ঔষধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো এ পিল বাজারজাত করতে আগ্রহ দেখিয়েছে। অধ্যাপক বামবাং জানান, যুক্তরাষ্ট্রের একটি বড় কোম্পানি এর জন্য কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চেয়েছে।
ধন্যবাদ সবাইকে।

জ্ঞানকোষ প্রকাশনায় অ্যাডভান্স মাইক্রোসফট এক্সেল ২০১৩ বইটি এখন বাজারে পাওয়া যাচ্ছে


আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই। আশা করি সবাই ভালই আছেন।বরতমানে আমদের এই আধুনিক যুগে এক্সেল এর প্রয়োজন অনেক বেশি।তাই একটু ভাল ভাবে এক্সেল শিক্ষার জন্য জ্ঞানকোষ প্রকাশনায় অ্যাডভান্স মাইক্রোসফট এক্সেল ২০১৩ বইটি এখন বাজারে। ব্যক্তিগত ডকুমেন্ট, ব্যবসায়িক হিসাব, পরিসংখ্যান এবং লজিক্যাল ক্যালকুলেশন সবই এক্সেল এ করা সম্ভব। এছাড়াও নিজে নিজে বিজনেস অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য বুকবিডি সিরিজ রচিত অ্যাডভান্স মাইক্রোসফট এক্সেল ২০১৩ বইটি আপনাকে সাহায্য করবে।

বইটিতে এক্সেল বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত প্রত্যেকটি বিষয় আলোচনা করা হয়েছে। যেমন ডেটা এন্ট্রি ফর্ম তৈরি, এক্সেল প্রোগ্রাম কাস্টোমাইজেশন, ওয়ার্কশীট ডিজাইন, ফর্মুলা, ফাংশন, চার্ট, ম্যাক্রো এবং ডেটাবেইজ ম্যানেজমেন্ট ইত্যাদি বিশদভাবে উদাহরণসহ আলোচনা করা হয়েছে। এছাড়াও কতগুলো বাস্তবধর্মী প্রজেক্ট যেমন স্যালারী নির্ধারণ, বিদ্যুৎ বিল ক্যালকুলেশন, রেজাল্ট শীট ইত্যাদি তৈরি করা দেখানো হয়েছে।বইটির সাথে ফ্রী ডিভিডি রয়েছে যাতে ১০ প্রজেক্ট এবং ভিডিও টিউটোরিয়াল দেয়া আছে। বইটির ফ্রী অংশ www.bookbd.info থেকে ডাউনলোড করা যাবে।
ধন্যবাদ সবাইকে।সবাই ভাল থাকবেন।

Saturday, December 13, 2014

দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র এবার নতুন আর এক রেকর্ড গড়ল


আসসালামু আলাইকুম।কেমন আছেন বন্ধুরা সবাই।আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালই আছি। বলিউডের ছবি ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ টানা এক হাজার সপ্তাহ ধরে চলে এক নতুন রেকর্ড সৃষ্টি করেছে। ১৯৯৫ সাল থেকে এই ছবিটি একটানা দেখানো হচ্ছে মুম্বাই এর এক সিনেমা হলে সকালের শো’তে। সমালোচকদের মতে, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ হিন্দি রোমান্টিক ছবিতে এক নতুন যুগের সূচনা করেছিল। ছবিতে কাজলের বিপরীতে অভিনয় করেছেন বলিউডের সুপারস্টার শাহরুখ খান।
ইউরোপে ছুটি কাটাতে যাওয়া এক ভারতীয় তরুণী কাজলের প্রেমে পড়েন শাহরুখ। কাজলের বিয়ে ঠিক করা ছিল আগে থেকে। শাহরুখ কাজলের বাবা-মাকে রাজী করানোর চেষ্টা করেন সেই বিয়ে ভেঙ্গে দিয়ে তার সঙ্গে বিয়েতে রাজী করাতে-সংক্ষেপে এই হচ্ছে ছবিটির কাহিনী।দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র এই সাফল্য উদযাপনের জন্য শাহরুখ খানের ভক্তরা তার বাড়ীর সামনে থেকে এক পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছেন।
খবর বিবিসি
ধন্যবাদ সবাইকে।

কারাতে কিডের রোবট এর অনুকরণ করল গুগলের রোবট

আসসালামু আলাইকুম।কেমন আছেন বন্ধুরা সবাই।আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালই আছি। ১৯৮৪ সালে তৈরি হওয়া জনপ্রিয় চলচ্চিত্র ‘কারাতে কিড’কে এখনও মনে রেখেছেন অনেকেই। সেই ছবিতে রালফ ম্যাচিও’র বিখ্যাত ‘ক্রেন কিক’কেও ভুলেননি সিনেমাপ্রেমীরা। এক পায়ের ওপর ভর করে সেই বিশেষ কারাতে কৌশলটি অনেকেই এতদিন পরেও চোখ বুঁজলেই দেখতে পান।
কারাতে কিডে’র সেই বিখ্যাত কৌশলটি এবারে রপ্ত করে সকলকে তাক লাগিয়ে দিয়েছে একটি রোবট!

হ্যাঁ, হিউম্যানয়েড (মানবাকৃতির রোবট) রোবট হিসেবে অ্যাটলাস রোবট এই কীর্তি ঘটিয়েছে। এই অ্যাটলাস রোবটের নির্মাতা প্রতিষ্ঠানের নাম বোস্টন ডায়নামিকস, যাকে গুগল কিনে নিয়েছে আগেই। সেই হিসেবে বলতে গেলে অ্যাটলাস রোবট এখন গুগলেরই। গুগলের এই রোবটের কারাতে দক্ষতার প্রমাণ সকলের কাছে হাজির হয়েছে এক ভিডিওর মাধ্যমে। এই ভিডিওতে অ্যাটলাস রোবটকে দেখা গেছে সেই ‘কারাতে কিডে’র ‘ক্রেন কিক’ নকল করে প্রদর্শন করতে। অবশ্য কারাতে কৌশলটির শেষ অংশটি সম্পন্ন করতে পারেনি রোবটটি। কৌশলটির শেষ অংশে ছিল লাফ দিয়ে নিরাপদে ভূমিতে অবতরণ করা। ৬ ফুট ২ ইঞ্চি উচ্চত ও ১৫০ কেজি ওজনের এই রোবটের পক্ষে শেষের এই অংশটুকু অবশ্য একটু বেশিই কঠিন। গুগলের অধীনে থাকা বোস্টন ডায়নামিক একে তৈরি করলেও এতে ব্যবহূত অ্যালগরিদমটি উন্নয়ন করেছে ফ্লোরিডা ইনস্টিটিউট ফর হিউম্যান অ্যান্ড মেশিন কগনিশন। মানুষের শারীরিক সক্ষমতার কাছাকাছি পৌঁছে যাওয়ার লক্ষ্য নিয়েই অ্যাটলাস রোবট তৈরি করছে গুগল। এ প্রসঙ্গে বোস্টন ডায়নামিকসের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আউটডোর, বিশেষ করে বন্ধুর পথে চলাচলের জন্য অ্যাটলাস অত্যন্ত উপযোগী। এই রোবটটি দুই পায়ে চলতে পারে বলে চলার সময়ে এটি সহজেই এর কাঠামোর উপরিভাগকে বস্তু ধরা, বহন করাসহ নানা কাজে ব্যবহার করতে পারে। উঁচুতে উঠতে চাইলে এটি এর হাত ও পা ব্যবহার করে বেয়ে বেয়ে উঠতে পারে। ক্রমশ এটি আরও অনেক বেশি দক্ষতার সাথে সব ধরনের কাজ করতে পারবে।
ধন্যবাদ সবাইকে।

বিশ্বের বৃহত্তম সেলফি তোলার রেকর্ড গড়ল বাংলাদেশ

আসসালামু আলাইকুম।কেমন আছেন বন্ধুরা সবাই।আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালই আছি। বিশ্বের বৃহত্তম সেলফি তোলার রেকর্ড গড়ে বিশ্বকে সম্মোহিত করলো মাইক্রোসফট মোবাইল ডিভাইস অ্যান্ড সার্ভিসেস (এমএমডিএস) বাংলাদেশ। সম্প্রতি বাজারজাত করা সেলফি ফোন লুমিয়া ৭৩০-এর সাহায্যে এই রেকর্ডটি করা হয় বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে রোববার জানানো হয়েছে।

সূত্র জানায়, রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলের সামনে শনিবার বিকেল ৩টায় বাংলাদেশের অন্তত এক হাজার ১৫১ জন সেলফি প্রেমীদের নিয়ে বিশ্বের বৃহত্তম সেলফি তোলা হয়।


এক সেলফিতে সর্বোচ্চ সংখ্যক মানুষের মুখ চেনা ও বুঝা যায় এমন লক্ষ্য সামনে রেখেই বিশ্ব রেকর্ড গড়ার এই উদ্যোগ নেয়া হয়। এমএমডিএসের সম্প্রতি বাজারজাত সেলফি ফোন লুমিয়া ৭৩০-এর সাহায্যে বিশ্বের সর্ববৃহৎ সেলফি তোলার রেকর্ডটি করা হয়। এই সেলফি রেকর্ডের গর্বিত অংশীদার হতে বাংলাদেশের হাজারেরও বেশী সাধারণ মানুষ বসুন্ধরা সিটি শপিং মলের সামনে বিশ্বের সর্ববৃহৎ সেলফি তোলেন। তারা সবাই নিজেদের অবারিত উৎসাহ-উদ্দীপনার মাধ্যমে বাংলাদেশের মানুষের সম্প্রীতির বন্ধন ও ঐক্যের মহিমা তুলে ধরতেই যেনো এক রাজসিক ভঙ্গিতে বিশ্ব রেকর্ড গড়া সেলফিটিতে পোজ দেন।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মাইক্রোসফটের এমার্জিং এশিয়া মার্কেটের জেনারেল ম্যানেজার (মহাব্যবস্থাপক) সন্দ্বীপ গুপ্ত বলেন, ‘‘আজকাল সর্বত্র সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপকহারে সেলফি তোলার সহজাত প্রবণতা চলছে। লুমিয়ার সাথে আমাদের যাত্রার মাইলফলক তৈরীতে আমরা লুমিয়া ৭৩০ মোবাইল ডিভাইসের সাহায্যে বাংলাদেশে প্রথমবারের মতো বিশ্বের বৃহত্তম সেলফি তোলার রেকর্ড সৃষ্টির উদ্যোগটি নিয়েছি।”

এ ছাড়াও মাইক্রোসফট রায়েফ আল হাসান রাফার গাওয়া ‘লেট’স সেলফি’ নামে একটি সেলফি মিউজিক ভিডিও রিলিজ করেছে। মডেল সাফা কবীর এবং শবনম ফারিয়া সেলিব্রিটি গেস্ট হিসেবে এই আয়োজনে উপস্থিত ছিলেন।
ধন্যবাদ সবাইকে।

এবার নতুন চমক মঙ্গল গ্রহেও সেলফি

আসসালামু আলাইকুম।কেমন আছেন বন্ধুরা সবাই।আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালই আছি।

সেলফি এবার পৃথিবী ছাড়িয়ে মঙ্গলে। তবে সেলফিগুলো কোন মানুষের নয়, নভোযানের। মঙ্গলযান কিউরিওসিটি গত এপ্রিলে লাল গ্রহের উদ্দেশ্যে পৃথিবী ছাড়ে। ততদিনে পৃথিবীতে শুরু হয়েছে সেলফি জ্বর। সেই জ্বর এখন ছড়িয়েছে মঙ্গলেও।

সম্প্রতি নাসার মঙ্গলযানটির তোলা কয়েকটি সেলফি প্রকাশ করেছে এবিসি। ছবিটিতে কিউরিওসিটির একটি বাহু বাদে পুরো অংশটি দেখা যাচ্ছে, আর পেছনে রয়েছে রহস্যময় বালুকারাশি।
মঙ্গলে অবতরণের ৬১৩তম দিনে সেলফিগুলো তোলা হয়েছে।

শীতে স্বাস্থ্য সমস্যার ডাক্তারের পরামর্শ


আসসালামু আলাইকুম।কেমন আছেন বন্ধুরা সবাই।আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালই আছি।শীতে  কিছু স্বাস্থ্য সমস্যা দেখা দিতেই পারে, কোনও কোনও সমস্যা ফুসে উঠে তাপমাত্রা কমে গেলে স্বাস্থ্যের কিছু ঝুঁকি বেড়েও যায়। শীতের এসব অসুখ মোকাবেলায় শরীরকে সাহায্য করার আছে উপায়।

ঠান্ডা লাগা

নিয়মিত হাত ধোয়ার অভ্যাস করলে ঠান্ডা সর্দি বেশ প্রতিরোধ করা যায়। ঠান্ডা সর্দি হয়েছে এমন সব লোক ছুয়েছেন এমন সব স্থান ও জিনিস যেমন বৈদ্যুতিক বাতির সুইচ, দরজার হাতল, এতে হাত লাগলে তা ধুয়ে ফেললে বারবার সর্দির জীবানু সংক্রমণ হতে রক্ষা পাবে সহজে। ঘরে কোনও লোক অসুখ থাকলে কাপ, গ্লাস, টাওয়েল সব পয়পরিষ্কার রাখা উচিত।

টিপস: ঠান্ডা লাগলে, সর্দি হলে, কাপড়ের রুমাল ব্যবহার না করে ডিসপোজেল টিসু ব্যবহার করা উচিত। এতে হাত অনবরত পুন:সংক্রমণ থেকে বাঁচবে।

গলা খুসখুস, গলা ব্যথা

গলা খুসখুস, গলাব্যথা শীতকালে বেশ সচরাচর এবং প্রায়শ তা ভাইরাস সংক্রমণ। এমন তথ্য প্রমাণ আছে, তাপমাত্রার পরিবর্তন যেমন উষ্ণ ঘর থেকে হিমশীতল বাহিরে গেলে গলা খুসখুস এবং গলা ব্যথা হতে পারে।

টিপস: গলা খুসখুসের সহজ একটি নিদান হলো উষ্ণ লোনাপানি দিয়ে গড়গড়া করা। এতে  সংক্রমণ নিরাময় হয়না বটে তবে এর রয়েছে প্রদাহরোধী গুণ এবং উপশম করার মত গুণ।  কুসুম গরম একগ্লাস পানি এক চা চামচ লবণ মিশিয়ে গড়গড়া করুন।

হাঁপানি

হিমশীতল বাতাসে হাঁপানি বাড়ে, শুরু হয় বুকে সাঁ সাঁ শব্দ ও শ্বাসকষ্ট। যাদের হাঁপানি আছে তাদের শীতকালে সতর্ক থাকা উচিত।

টিপস: খুব শীতল, হিমবাতাস যেদিন, সেদিন ঘরে থাকুন। যদি বাইরে যেতেই হয় তাহলে নাক ও মুখে স্কার্ফ বেধে নিন। নিয়মিত ওষুধ নেবেন। বিশেষ খেয়াল করতে হবে সেদিকে। জীবন রক্ষাকারী ইনহেলার রাখুন হাতের কাছেই।

ভাইরাস

শীতকালের খুব দুষ্ট ও সংক্রামক ভাইরাস, পাকস্থলী ভাইরাস। সারাবছর এর গতি অগ্রতিহত থাকে। শীতকালে বড় তীব্র হয়। হোটেলে ও বিদ্যালয়ে এর গতিবিধি বেশি। বড় অপ্রীতিকর অসুখ, দু’তিন দিন কষ্ট।

টিপস: অসুখ হয় বমি ও তরল মল, পানিশূন্যতা ঠেকাতে খেতে হয় প্রচুর পানি ও তরল। ছোট বাচ্চা ও বুড়োদের ঝুঁকি বেশি। মুখে খাবার স্যালাইন খেলে এসব সমস্যা ঠেকানো যায়।

বেদনার্ত হাড়ের গিট

যাদের আথ্রাইটিস আছে এদের অনেকেই অভিযোগ করেন, শীতকালে হাড়ের গিটগুলোতে ব্যথা খুব বাড়ে, কেন তা বাড়ে জানা নেই। হাড়ের গিটের সমস্যা যেমন ব্যথা ও নিশ্চলতা আবহাওয়াতে প্রভাবিত হয়। আবহাওয়া পরিবর্তনে হাড়ের ক্ষতি বা গিটের ক্ষতি হয় এমন প্রমাণ নেই।

টিপস: অনেকে শীতের দিনগুলোতে কিছুটা বিষন্ন হয়ে পড়েন তাই এদের ব্যথা বেদনার অনুভব বেশি। সব কিছু খারাপ লাগে। এমনকি অসুখও। নিত্য দিন ব্যায়ামে শরীর ও মন ভালো হয়। সাতার কাটা উত্তম। হাড়ের গিটের জন্য আরো ভালো।

হিমক্ষত

আমাদের শরীর খারাপ বা চাপগ্রস্ত এমন হলেই হিমক্ষত হয় মনে করি আমরা। হিমক্ষতের কোনও নিরাময় নেই, তবে শীতে নিজের দেখভাল করলে একে ঠেকানো যায়।

টিপস: প্রতিদিন এমন সব কাজ করা উচিত যাতে মনে চাপ পড়ে কম, চাপ হয় কম, চাপ হ্রাস পায় যাতে যেমন উষ্ণ ধারা পানিতে গোসল, পার্কে হাটুন, নয়ত প্রিয় কোনও ছবি দেখুন হলে বসে।

হার্ট এ্যাটাক

শীতকালে হার্ট এ্যাটাকের ঘটনা বেশি হয়। শীতের ঝাপটায় বাড়ে রক্তচাপ, চাপ পড়ে হূদযন্ত্রের উপর। শীতকালে দেহতাপ রক্ষার জন্য হূদযন্ত্র আরো কঠোর পরিশ্রম করতে হয়।

টিপস: ঘরের ভেতর উষ্ণ গরমে থাকুন। শোবার ঘরে যেন তাপমাত্রা থাকে ২১ ডিগ্রী সেন্টিগ্রেড। গরম পানির বোতল বা ইলেকট্রিক ব্ল্যাংকেট ব্যবহার করা যায় শয্যা গরম থাকার জন্য। বাইরে যেতে হলে গরম কাপড় পরে যেতে হয়, পরুন মাথায় হেট, স্কার্ফ ও গ্লোবস্।

হিমশীতল হাত

শীতের আবহাওয়ায় হাতের আঙ্গুল ও পায়ের আঙ্গুলগুলো অত্যন্ত বেদনার্ত হয়। আঙ্গুলগুলো প্রথমে সাদাবর্ণ হয় এর পরে নীল এর পর রক্তবর্ণ। দপদপ করতে থাকে। ঝিনঝিন করে। হাত ও পায়ের ক্ষুদ্র রক্তনালীতে রক্ত চলাচল কমে যায়। গুরুতর ক্ষেত্রে ওষুধে কাজ হতে পারে, তবে এই অষুখ নিয়েই বেঁচে থাকতে হয়।

টিপস: ধূমপান অবশ্য নয়। চা কফি ও ক্যাফিনও বর্জন। এতে বাড়ে উপসর্গ। সব সময় হাতে উষ্ণ মোজা পড়া, পায়েও মোজা ও জুতো পরা উচিত বিশেষ করে বাইরে যাবার সময়।

শুষ্কত্বক

সচরাচর শীতের সময় বাড়ে ত্বকের শুষ্কতা, আবহাওয়ায় আর্দ্রতা যখন কমে আসে। শীতকালে চাই আর্দ্রকরণ। ময়েশ্চারাইজিং। স্নানের পর বা শাওয়ারের পর ময়শ্চরাইজার লাগানো উত্তম। আবার শয্যা গ্রহণের আগে।

টিপস: উষ্ণ শাওয়ারের চেয়ে কুসুম গরম শাওয়ার ভালো। খুব গরম জল ত্বক আরো শুষ্ক ও চুলকানি হয়। চুলও শুষ্ক ও ফ্যাকাশে হয়।

শীতকালীন ফ্লু

ঋতুকালীন ফ্লূ ভঙ্গুর লোকের জন্য প্রাণসংশয়ী হতে পারে। ৬৫ উর্দূ লোক এবং যাদের ডায়াবেটিস ও কিডনি রোগ এদের ঝুঁকি খুব বেশি। তাই সিজন্যাল ফ্লু শট নেয়া উত্তম। সুরক্ষাও পাওয়া যায় ১ বছর।

 অধ্যাপক ডা: শুভাগত চৌধুরী
পরিচালক, ল্যাবরেটরী সার্ভিসেস
বারডেম, ঢাকা
 ধন্যবাদ সবাইকে।

ফেজবুকে ডিজলাইক বাটন পছন্দ নয় মার্ক জুকারবার্গ মনে করেন


আসসালামু আলাইকুম।কেমন আছেন বন্ধুরা সবাই।আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালই আছি। অনেক অনুরোধ আসার পরও ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ ডিজলাইক বাটনের পক্ষে নন। মার্ক জুকারবার্গ মনে করেন এটি কোনো ভাল ধারনা নয়। বরং কোম্পানিটি আরো বেশি অনুভূতি প্রকাশের উপায় যোগ করার উপর জোর দিয়েছে। বৃহস্পতিবার মেনলো পার্কে এক প্রশ্নের জবাবে মার্ক জুকারবার্গ বলেন, ডিজলাইক বাটন যোগ করটা ভালো কোনো ধারনা নয়। আর ফেসবুক এরকম কিছু করার পরিকল্পনা করছে না  মার্ক জুকারবার্গ।

এর আগেও অনেকে ডিজলাইক বাটন নিয়ে আমাকে প্রশ্ন করেছেন ব্লে জানান মার্ক জুকারবার্গ। কেননা তারা কোনো অপছন্দের জিনিস এই বাটন দিয়ে জানাতে চান। কিন্তু আমরা মনে করি, এটি সবার জন্য ভালো হবে না। তাই আমরা এটা বানাব না। ফেসবুকের কোনো পোস্ট ভালো, নাকি মন্দ তার প্রকাশের জন্য ভোট দেয়া পদ্ধতির প্রয়োজন আছে বলে আমি মনে করি না বলেন মার্ক জুকারবার্গ। এটি সামাজিক যোগাযোগের ক্ষেত্রে খুব মূল্যবান ভাল হবে বলে আমি মনে করি না।

মার্ক জুকারবার্গ আরো বলেন আমার কয়েকদিন ধরেই চিন্তা করছি কিভাবে মানুষ তাদের আবেগ ফেসবুকে প্রকাশ করতে পারে। ফেসবুকের আসক্তি নিয়ে করা প্রশ্নে জুকারবার্গ বলেন, সামাজিকতার ক্ষেত্রে বাঁধাধরা সময় মানা হয় না, যোগাযোগই মুখ্য। বন্ধু ও আত্মীয়ের সঙ্গে যোগাযোগের জন্য এটি দরকার আছে। আমার মনে হয় না এটি সময়ের অপচয়।
খবর: এনডিটিভির।
ধন্যবাদ সবাইকে

আপনাদের মাঝে নতুন সফটওয়্যার নিয়ে হাজির হচ্ছে ফেজবুক "ফেসবুকের প্রযুক্তি ঠেকাবে মাতাল অবস্থার ছবি "


আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা সবাই।আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালই আছি। আপনাদের মাঝে নতুন নতুন সফটওয়্যার নিয়ে হাজির হচ্ছে ফেজবুক। মাতাল অবস্থায় ব্যবহারকারীর ধারণকৃত ছবি পোস্ট করা ঠেকাতে নতুন সফটওয়্যার বানাচ্ছে শীর্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ফেসবুকের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) রিসার্চ ল্যাব এ খবর নিশ্চিত করেছে ।খবর বিবিসির।

কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন প্রযুক্তির সফটওয়্যারটি মাতাল অবস্থায় ধারণকৃত ছবি শনাক্ত করে ব্যবহারকারীকে ছবিগুলো পোস্ট করার ব্যাপারে সতর্ক করে দেবে। ফেসবুক এখনো এ আই প্রযুক্তি ব্যবহার করছে। ব্যবহারকারীদের আচরণ গবেষণা করে সঠিক বিষয়ের উপর পোস্ট দিতেও এ প্রযু্ক্তি ব্যবহৃত হচ্ছে।
ধন্যবাদ সবাই কে কস্ট করে পোস্টটি পরার জন্য।

Thursday, December 11, 2014

দেখে নিন কিভাবে মোবাইল দিয়ে ফেজবুক কাভার ফটো চেঞ্জ করবেন

আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা সবাই।আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালই আছি।

আমরা আজ দেখব কি ভাবে মোবাইল দিয়ে ফেজবুক কাভার ফটো চেঞ্জ করতে হয়। প্রথমে আপনার প্রোফাইলে যান । তারপর অপেরা মিনি থেকে এড্রেস বারে যান এবং এড্রেসের প্রথম দিকের এম কেটে টাচ বসান ।
https://www.facebook.com/profile.php?id=100002429750225

https://touch.facebook.com/profile.php?id=100002429750225

এবার দেখবেন  প্রোফাইলে টাইমলাইন দেখাচ্ছে । এবার যে জায়গাটাতে কভার ফটো থাকে, ওইখানে দেখুন একটা ক্যামেরা আইকন আছে নিচের দিকে, ঠিক সেখানে ক্লিক করুন । বার আপনার এ্যালবাম গুলো থেকে এ্যালবামের যেকোন একটা ফটো সিলেক্ট করতে বলবে ।

আপনার পছন্দ অনুজায়ি ফটো সিলেক্ট করে দিন । এবার যে পেইজ আসবে , সেখানে দেখবেন উপরের দিকে  ইউজ " লেখা আছে । সেখানে ক্লিক করুন, ব্যস সেট হয়ে গেলো আপনার কভার ফটো ।
ধন্যবাদ সবাইকে।

Wednesday, December 10, 2014

শুক্র-শনিবার শিক্ষক নিবন্ধন পরীক্ষা

আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা সবাই।আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালই আছি।

ঢাকা : শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার জানানো হয় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে ১১তম বেসরকারি স্কুল-কলেজে শিক্ষক নিবন্ধন পরীক্ষা আগামী ১২ ও ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ ডিসেম্বর সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত স্কুল পর্যায়ের (কোড নম্বর ৩০১-৩২৩ এবং ২০১-২২৪) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এছাড়া ১৩ ডিসেম্বর সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত হবে কলেজ পর্যায়ের (কোড নম্বর ৪০১-৪৩৫) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবার স্কুল পর্যায়ে দুই লাখ ৯০ হাজার ৮৯ জন এবং কলেজ পর্যায়ে এক লাখ ৫০ হাজার ৯৮৮ জন পরীক্ষায় অংশ নেবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টানা চার ঘণ্টার পরীক্ষার মধ্যে প্রথম ঘণ্টা আবশ্যিক বিষয় এমসিকিউ পদ্ধতিতে এবং পরবর্তী তিন ঘণ্টা ঐচ্ছিক বিষয়ের লিখিত পরীক্ষা হবে।

(স্বাধীনবাংলা/এএস/০৯.১২.১৪)

সংবাদ প্রচার লিঙ্ক

সংবাদঃ shadhinbangla24.com


0
শত্রুপক্ষের ওপরে নজর রাখতে তৈরি হল গোয়েন্দা মাছি (রোবট) শত্রুপক্ষের ওপরে নজর রাখতে তৈরি হল গোয়েন্দা মাছি (রোবট)

আসসালামু আলাইকুম।কেমন আছেন বন্ধুরা সবাই।আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। মার্কিন গবেষকেরা হুবহু মাছির মতো দেখতে একটি রোবট তৈরি করছেন। ত...

0
 আবিষ্কার করা হলো নতুন প্রযুক্তির সোলার প্যানেল আবিষ্কার করা হলো নতুন প্রযুক্তির সোলার প্যানেল

আসসালামু আলাইকুম।কেমন আছেন বন্ধুরা সবাই।আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালই আছি। অস্ট্রেলিয়ার বিজ্ঞ...

0
বিশ্বে প্রতিদিন ১৯.৯ বর্গ কিলোমিটার ফসলি জমি নষ্ট হচ্ছে  লবণাক্ত হয়ে বিশ্বে প্রতিদিন ১৯.৯ বর্গ কিলোমিটার ফসলি জমি নষ্ট হচ্ছে লবণাক্ত হয়ে

আসসালামু আলাইকুম।কেমন আছেন বন্ধুরা সবাই।আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালই আছি। বিশ্বে প্রতিদিন নো...

0
বৃষ্টির হাত থেকে বাঁচতে অদৃশ্য ছাতা বৃষ্টির হাত থেকে বাঁচতে অদৃশ্য ছাতা

আসসালামু আলাইকুম।কেমন আছেন বন্ধুরা সবাই।আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালই আছি। মেঘলা দিনে বাইরে ব...

0
হঠাৎ জ্ঞান হারানোর কারণ (প্রাথমিক চিকিতসা) হঠাৎ জ্ঞান হারানোর কারণ (প্রাথমিক চিকিতসা)

আসসালামু আলাইকুম।কেমন আছেন বন্ধুরা সবাই।আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালই আছি। হঠাৎ জ্ঞান হারানো ...

0
অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ অপারেটিং সিস্টেমের প্রথম আপডেট ছাড়তে যাচ্ছে গুগল অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ অপারেটিং সিস্টেমের প্রথম আপডেট ছাড়তে যাচ্ছে গুগল

আসসালামু আলাইকুম।কেমন আছেন বন্ধুরা সবাই।আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালই আছি।অ্যান্ড্রয়েড ৫.০ ল...

0
শিখে নিন ভেজিটেবল স্যুপ বানানোর পদ্ধতি শিখে নিন ভেজিটেবল স্যুপ বানানোর পদ্ধতি

আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা সবাই।আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালই আছি। শিখে নিন ভেজিটেবল...

0
বিশ্বের প্রথম সড়ক দুর্ঘটনা বিশ্বের প্রথম সড়ক দুর্ঘটনা

আসসালামু আলাইকুম।কেমন আছেন বন্ধুরা সবাই।আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালই আছি।বিশ্বের  প্রথম মোটর...

0
মায়ের জন্য টেন্ডুলকারের বই উপহার (মাকে আত্মজীবনী) মায়ের জন্য টেন্ডুলকারের বই উপহার (মাকে আত্মজীবনী)

আসসালামু আলাইকুম।কেমন আছেন বন্ধুরা সবাই।আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালই আছি।এক আড়ম্বর অনুষ্ঠান...

0
গাড়ির জন্য নতুন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ তৈরি করছে গুগল গাড়ির জন্য নতুন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ তৈরি করছে গুগল

আসসালামু আলাইকুম।কেমন আছেন বন্ধুরা সবাই।আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালই আছি।এবার গাড়িতে ব্যবহা...

0
প্রশ্রাবের সাথে রক্তক্ষরন দুশ্চিন্তার কারন ও হতে পারে প্রশ্রাবের সাথে রক্তক্ষরন দুশ্চিন্তার কারন ও হতে পারে

আসসালামু আলাইকুম ।কেমন আছেন বন্ধুরা সবাই।আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালই আছেন। প্রস্রাবে রক্তের আভাস দেখতে পেলে অনেকেই দুশ্চিন্তাগ্রস...

0
ডাউনলোড করে নিন হুমায়ুন স্যার এর মিসির আলী কালেকশনের নয়টি ইবুক ডাউনলোড করে নিন হুমায়ুন স্যার এর মিসির আলী কালেকশনের নয়টি ইবুক

আসসালামু আলাইকুম ।কেমন আছেন বন্ধুরা সবাই।আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালই আছেন। হুমায়ুন আহমেদ স্যার এর সরনে আজকের পোস্ট টি শুরু করছি।ব...

0
ব্র্যাক বিশ্ববিদ্যালয় (ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর ২০১৪ অনুষ্ঠিত) পরীক্ষার ফলাফল দেয়া হয়েছে,আপনার ফলাফল দেখে নিন ব্র্যাক বিশ্ববিদ্যালয় (ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর ২০১৪ অনুষ্ঠিত) পরীক্ষার ফলাফল দেয়া হয়েছে,আপনার ফলাফল দেখে নিন

আসসালামু আলাইকুম।কেমন আছেন বন্ধুরা সবাই।আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালই আছি। ব্র্যাক বিশ্ববিদ্য...

0
জেমসের নতুন গানে ফেসবুকে,ইউটিউবে ঝড় তুলেছে (ভিডিও সহ) জেমসের নতুন গানে ফেসবুকে,ইউটিউবে ঝড় তুলেছে (ভিডিও সহ)

আসসালামু আলাইকুম।কেমন আছেন বন্ধুরা সবাই।আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালই আছি।মুক্তির আগে এরই মধ্...

0
আজকে শিখে নিন নতুনভাবে রান্না মুরগির নতুন এক পদ, লেমন চিকেন তৈরী করা আজকে শিখে নিন নতুনভাবে রান্না মুরগির নতুন এক পদ, লেমন চিকেন তৈরী করা

আসসালামু আলাইকুম।কেমন আছেন বন্ধুরা সবাই।আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালই আছি।মুরগির মাংস আমরা সব...

0
ঝটপট ডিমের সালাদ বানিয়ে নিন ঝটপট ডিমের সালাদ বানিয়ে নিন

আসসালামু আলাইকুম।কেমন আছেন বন্ধুরা সবাই।আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালই আছি।ডিম পুষ্টিগুণে পরিপ...

0
সামাজিক যোগাযোগের জন্য আসছে নতুন প্ল্যাটফর্ম বিজয়বুক সামাজিক যোগাযোগের জন্য আসছে নতুন প্ল্যাটফর্ম বিজয়বুক

আসসালামু আলাইকুম।কেমন আছেন বন্ধুরা সবাই।আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালই আছি।সামাজিক যোগাযোগের জ...

0
মঙ্গলে অক্সিজেন তৈরি করবে নাসা মঙ্গলে অক্সিজেন তৈরি করবে নাসা

আসসালামু আলাইকুম।কেমন আছেন বন্ধুরা সবাই।আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালই আছি।মঙ্গল গ্রহে মানব বস...

0
গুগল নিয়ে মজার  তথ্য গুলো যে নিন গুগল নিয়ে মজার তথ্য গুলো যে নিন

আসসালামু আলাইকুম।কেমন আছেন বন্ধুরা সবাই।আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালই আছি।ইন্টারনেট ব্যবহারকা...

0
ব্রণের দাগ দূর করতে প্রতিদিন রাতে পুদিনা পাতার রস অনেক উপকারী ব্রণের দাগ দূর করতে প্রতিদিন রাতে পুদিনা পাতার রস অনেক উপকারী

আসসালামু আলাইকুম।কেমন আছেন বন্ধুরা সবাই।আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালই আছি।চীনকাল থেকেই ঔষধি হ...

0
সুস্বাদু মাশরুমের অজানা উপকারিতা জেনে নিন সুস্বাদু মাশরুমের অজানা উপকারিতা জেনে নিন

আসসালামু আলাইকুম।কেমন আছেন বন্ধুরা সবাই।আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালই আছি।মাশরুম একটি অত্যন্ত...

0
পোশাক শরীরের নড়াচড়ায় রঙ বদলাতে সক্ষম পোশাক শরীরের নড়াচড়ায় রঙ বদলাতে সক্ষম

আসসালামু আলাইকুম।কেমন আছেন বন্ধুরা সবাই।আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালই আছি। কানাডার গবেষকেরা ব...

0
আইপি নাম্বার কি, কেন প্রয়োজন, কিভাবে পরিবর্তন করবেন আইপি নাম্বার কি, কেন প্রয়োজন, কিভাবে পরিবর্তন করবেন

আসসালামু আলাইকুম।কেমন আছেন বন্ধুরা সবাই।আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায়  ভালই আছি।জেনে নিন আইপি না...

0
আপনি কি আপনার পেন ড্রাইভটা  শধুমাত্র ডাটা আদান প্রদানের ক্ষেত্রে ব্যবহার করেন ?  পেনড্রাইভ দিয়ে শুধু তথ্য আদান-প্রদানই নয়(বিস্তারিত) আপনি কি আপনার পেন ড্রাইভটা শধুমাত্র ডাটা আদান প্রদানের ক্ষেত্রে ব্যবহার করেন ? পেনড্রাইভ দিয়ে শুধু তথ্য আদান-প্রদানই নয়(বিস্তারিত)

আসসালামু আলাইকুম।কেমন আছেন বন্ধুরা সবাই।আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালই আছি। আপনি আপনার পেন ড্র...

0
যৌনজীবন বিপর্যস্ত করে দেয় পর্ন সিনেমা যৌনজীবন বিপর্যস্ত করে দেয় পর্ন সিনেমা

আসসালামু আলাইকুম।কেমন আছেন বন্ধুরা সবাই।আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালই আছি।নতুন এক গবেষণায় বলা...

0
শীতে ত্বকের যত্নে কিছু  প্রয়োজনীয় টিপস শীতে ত্বকের যত্নে কিছু প্রয়োজনীয় টিপস

আসসালামু আলাইকুম।কেমন আছেন বন্ধুরা সবাই।আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালই আছি। প্রকৃতির গায়ে ভর ক...

0
সন্তান গ্রহণের আগে যে বিষয় গুলো বিবেচনা করতে হবে সন্তান গ্রহণের আগে যে বিষয় গুলো বিবেচনা করতে হবে

আসসালামু আলাইকুম।কেমন আছেন বন্ধুরা সবাই।আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালই আছি।সন্তান গ্রহণ কোনো স...

0
হোয়াটসঅ্যাপকে অনুসরণ করছে গুগলের হ্যাংআউট হোয়াটসঅ্যাপকে অনুসরণ করছে গুগলের হ্যাংআউট

আসসালামু আলাইকুম।কেমন আছেন বন্ধুরা সবাই।আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালই আছি।গুগল আপডেট করলো তাদ...

0
জেনে নিন দাঁতের যত্নে কিছু গুরুত্ত্বপূর্ণ অজানা টিপস জেনে নিন দাঁতের যত্নে কিছু গুরুত্ত্বপূর্ণ অজানা টিপস

আসসালামু আলাইকুম।কেমন আছেন বন্ধুরা সবাই।আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালই আছি।স্বাস্থ্য রক্ষা ছাড়...

0
আসছে পুরুষদের জন্য জন্মনিরোধক ভেষজ ট্যাবলেট পুরুষের জন্মনিরোধক পিল আসছে পুরুষদের জন্য জন্মনিরোধক ভেষজ ট্যাবলেট পুরুষের জন্মনিরোধক পিল

আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই। আশা করি সবাই ভালই আছেন।এতদিন মহিলাদের গর্ভনিরোধক পিলের কথা শুনেছেন এবং এটা ইতিমধ্যে ব্যবহার ও হচ্ছে।জন্ম নি...

0
জ্ঞানকোষ প্রকাশনায় অ্যাডভান্স মাইক্রোসফট এক্সেল ২০১৩ বইটি এখন বাজারে পাওয়া যাচ্ছে জ্ঞানকোষ প্রকাশনায় অ্যাডভান্স মাইক্রোসফট এক্সেল ২০১৩ বইটি এখন বাজারে পাওয়া যাচ্ছে

আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই। আশা করি সবাই ভালই আছেন।বরতমানে আমদের এই আধুনিক যুগে এক্সেল এর প্রয়োজন অনেক বেশি।তাই একটু ভাল ভাবে এক্সেল শি...

0
দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র এবার নতুন আর এক রেকর্ড গড়ল দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র এবার নতুন আর এক রেকর্ড গড়ল

আসসালামু আলাইকুম।কেমন আছেন বন্ধুরা সবাই।আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালই আছি। বলিউডের ছবি ‘দিলওয...

0
কারাতে কিডের রোবট এর অনুকরণ করল গুগলের রোবট কারাতে কিডের রোবট এর অনুকরণ করল গুগলের রোবট

আসসালামু আলাইকুম।কেমন আছেন বন্ধুরা সবাই।আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালই আছি। ১৯৮৪ সালে তৈরি হওয়...

0
বিশ্বের বৃহত্তম সেলফি তোলার রেকর্ড গড়ল বাংলাদেশ বিশ্বের বৃহত্তম সেলফি তোলার রেকর্ড গড়ল বাংলাদেশ

আসসালামু আলাইকুম।কেমন আছেন বন্ধুরা সবাই।আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালই আছি। বিশ্বের বৃহত্তম সে...

0
এবার নতুন চমক মঙ্গল গ্রহেও সেলফি এবার নতুন চমক মঙ্গল গ্রহেও সেলফি

আসসালামু আলাইকুম।কেমন আছেন বন্ধুরা সবাই।আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালই আছি। সেলফি এবার পৃথিবী ...

0
শীতে স্বাস্থ্য সমস্যার ডাক্তারের পরামর্শ শীতে স্বাস্থ্য সমস্যার ডাক্তারের পরামর্শ

আসসালামু আলাইকুম।কেমন আছেন বন্ধুরা সবাই।আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালই আছি।শীতে  কিছু স্বাস্থ্...

0
ফেজবুকে ডিজলাইক বাটন পছন্দ নয় মার্ক জুকারবার্গ মনে করেন ফেজবুকে ডিজলাইক বাটন পছন্দ নয় মার্ক জুকারবার্গ মনে করেন

আসসালামু আলাইকুম।কেমন আছেন বন্ধুরা সবাই।আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালই আছি। অনেক অনুরোধ আসার প...

0
আপনাদের মাঝে নতুন সফটওয়্যার নিয়ে হাজির হচ্ছে ফেজবুক "ফেসবুকের প্রযুক্তি ঠেকাবে মাতাল অবস্থার ছবি " আপনাদের মাঝে নতুন সফটওয়্যার নিয়ে হাজির হচ্ছে ফেজবুক "ফেসবুকের প্রযুক্তি ঠেকাবে মাতাল অবস্থার ছবি "

আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা সবাই।আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালই আছি। আপনাদের মাঝে নতুন...

0
দেখে নিন কিভাবে মোবাইল দিয়ে ফেজবুক কাভার ফটো চেঞ্জ করবেন দেখে নিন কিভাবে মোবাইল দিয়ে ফেজবুক কাভার ফটো চেঞ্জ করবেন

আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা সবাই।আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালই আছি। আমরা আজ দেখব কি ভ...

0
শুক্র-শনিবার শিক্ষক নিবন্ধন পরীক্ষা শুক্র-শনিবার শিক্ষক নিবন্ধন পরীক্ষা

আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা সবাই।আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালই আছি। ঢাকা : শিক্ষা মন্...

 
biz.